নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে। বুধবার থেকেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে যাবে দুই দল। হোটেলে ঢোকার আগে কোভিড টেস্ট বাধ্যতামূলক। চেন্নাইয়ে প্রথম টেস্টে নামার আগে দুই দল তিন দিন অনুশীলন করার সুযোগ পাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বোর্ডের নির্দেশ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বুধবার চেন্নাইয়ের হোটেলে প্রবেশের আগে টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের কোভিড টেস্ট করা হবে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই তবেই বায়ো বাবলে থাকতে পারবেন। ২৭ জানুয়ারি শ্রীলঙ্কা থেকে বিশেষ বিমানে সরাসরি চেন্নাইয়ে পৌঁছবেন জো রুটরা। ইতিমধ্যেই বেন স্টোকসরা চেন্নাইয়ে চলবে এসেছেন। ইংল্যান্ড দলকেও হোটেল কোয়ারেন্টিনে রাখা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।


আরও পড়ুন-  ইংল্যান্ডের বিরুদ্ধে কি অর্ধেক গোঁফ কামিয়ে মাঠে নামবেন Ashwin!


ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে অনুশীলন নামার সুযোগ পাবেন কোহলি-রুটরা। ২ ফেব্রুয়ারি থেকে অনুশীলন নামবে দুই দল। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ১৪ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়েই হবে দ্বিতীয় টেস্ট। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে।



আরও পড়ুন- IPL-এর জন্য পিছিয়ে যাচ্ছে ICC World Test Championship ফাইনাল?