ওয়েব ডেস্ক : পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০-তে জিতে এমনিতেই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে কোহলি অ্যান্ড কোম্পানি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। আর তাতেও ফেভারিট টিম ইন্ডিয়া। আগামী ১৫-ই জানুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ। খেলা হবে পুনের MCA আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেস্ট সিরিজ থেকেই জমে উঠেছে এই দৈরথ। এবার সেই ক্রেজেরই প্রকাশ দেখা গেল একদিনের সিরিজের আগেই। ১৮ দিন বাকি থাকতেই ১৫ জানুয়ারির ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। এর ফলে শুধু কাউন্টারেই নয় আর টিকিট মিলবে না অনলাইনেও।


বর্তমানে ৩৭ হাজার ৪০৬ জন দর্শক বসে খেলা দেখতে পারেন এই স্টেডিয়ামে। ফলে, সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়াম ভর্তি থাকার আশা করছেন কর্মকর্তারা।