জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে জড়ালেন গলফ কিংবদন্তি টাইগার উডস (Tiger Woods)। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ তুললেন প্রাক্তন প্রেমিকা এরিকা হারম্যান (Erica Herman)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ফ্লোরিডার একটি আদালতে ৩০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে একটি মামলাও করেছেন এরিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরিকার অভিযোগ, তিনি যখন দক্ষিণ ফ্লোরিডায় টাইগার উডসের রেস্টুরেন্টে কর্মচারী ছিলেন সেই সময় তাঁর সঙ্গে যৌন সম্পর্ক হয় উডসের। তারপর তাঁকে একটি চুক্তিতে সই করিয়ে নেন টাইগার। তাদের যৌন সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, তাই একটি গোপনীয়তা রক্ষার চুক্তি (এনডিএ) করেন উডস। এই চুক্তি না করলে এরিকাকে সেই রেস্টুরেন্টে নাকি চাকরি হারাতে হতো। এমনটাই দাবি করেছেন এই মহিলা। 


আরও পড়ুন: Lionel Messi in Al Hilal: আল হিলালে সই সম্পূর্ণ! রোনাল্ডোর পর এবার সৌদি আরবে মেসি


আরও পড়ুন: Wriddhiman Saha, WTC Final 2023: ফের দল নির্বাচনে ব্রাত্য হলেও, কামব্যাক নিয়ে ভাবছেন না ঋদ্ধি


২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডায় একই বাড়িতে থাকতেন উডস ও হরম্যান। গত বছর দু'জনের বিচ্ছেদ হয়। হারম্যানের আইনজীবী বেঞ্জামিন হোডাস বলেছেন, "উডস ছিলেন হরম্যানের বস। কোনও মালিক যদি যৌন সম্পর্কের জন্য কর্মচারীর ওপর বিভিন্ন রকম কাজের শর্ত আরোপ করেন, তাহলে সেটা যৌন হেনস্তা হিসেবেই বিবেচনা করা হয়।"


হোডাসের নথিতে আরও বলা হয়েছে, "টাইগার উডস আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত একজন খেলোয়াড়। তিনি ক্রীড়াজগতে খুব শক্তিশালী একজন চরিত্র। তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন এবং এরপরে জোর করেন তাঁর কর্মচারীকে এনডিএ সই করার জন্য। না হলে চাকরি থেকে ছাঁটাই হতে হবে। যখন তিনি তাদের যৌন সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেন, এরিকাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। এমনকি তাকে আটকেও রাখেন, তার অর্থ ও পোষ্যদের নিয়ে নেন এবং ভিন্ন একটি এনডিএ সই করানোর চেষ্টা করেন।" 


যদিও টাইগার উডসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উডসের আইনজীবীরাও পাল্টা পিটিশন করতে চলেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)