নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium in Mumbai) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। দুই দলের কাছে এই লড়াইয়ের তাৎপর্য একেবারে ভিন্ন। ইতিমধ্যেই কেএল রাহুলের (KL Rahul) লখনউ ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছে শেষ চারে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলের কাছে লিগের এই শেষ ম্যাচ শুধুই ডু-অর-ডাই নয়, বলা যেতে পারে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৩ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর এখন লিগ তালিকায় ৬ নম্বরে। তাদের রান রেট +০.১৬০। শেষ চারে টিকে থাকার জন্য কলকাতাকে শুধু লখনউয়ের বিরুদ্ধে জিতলেই হবে না, জিততে হবে বেশ বড় মার্জিনে। ১৪ পয়েন্ট নিশ্চিত করার পাশাপাশি কেকেআরকে দেখতে হবে, তারা যেন দিল্লির (DC) নেট রান রেট (+০.২৫৫) টপকে যেতে পারে। এর সঙ্গেই কলকাতাকে আশা করতে হবে দিল্লি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) যেন তাদের শেষ ম্যাচে হারে! লখনউয়ের কাছে হারলেই কেকেআরের এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে যাবে।


আরও পড়ুন: Kane Williamson: নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন উইলিয়ামসন! জানিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ


আরও পড়ুন:  Satender Malik: কমনওয়েলথ ট্রায়ালে রেফারিকে এলোপাথাড়ি মারধর! আজীবন নির্বাসিত কুস্তিগীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)