নিজস্ব প্রতিবেদন: শুরু হয়ে গিয়েছে 'গ্রেটেস্ট শো অন আর্থ'। টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় দিনে একাধিক ইভেন্টে ভারত প্রতিনিধিত্ব করছে। এই প্রতিবেদনে রইল ইভেন্টের সম্পূর্ণ তালিকা। ভারতীয় সময়ে একদম ভোর বেলা শুরু হয়ে যাচ্ছে ইভেন্ট। শুরু তীরন্দাজিতে, শেষ ভারোত্তোলনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তীরন্দাজি মিক্সড টিম এলিমিনেশনস:
ভারতের দীপিকা কুমারি ও প্রবীণ যাদব মুখোমুখি হবেন চিনা তাইপেই জুটি চিয়া-এন লিন ও চি-চুন তাংয়ের।
ভারতীয় সময়ে সকাল ৬টায় খেলা। ব্রোঞ্জ পদক ম্যাচ দুপুর ১২টা ৫৫ মিনিটে। সোনার পদকের ম্যাচ দুপুর ১টা ১৫ মিনিটে।


ব্যাডমিন্টন
ডাবলসে ভারতের স্বাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির মুখোমুখি চিনা তাইপেই জুটি ইয়াং লি ও চি-লিন ওয়াং। ভারতীয় সময়ে ম্যাচ সকাল ৮টা ৫০ মিনিটে।
সিঙ্গলসে বি সাই প্রনীতের মুখোমুখি ইজরায়েলের মিশা জিলবেরমান। ভারতীয় সময় ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে।


আরও পড়ুন: আতসবাজির ঝলকে উজ্জ্বল Olympic, ভারতের পতাকা কাঁধে মার্চপাস্ট মনপ্রীত-মেরি কমের


বক্সিং
ভারতের বিকাশ কৃষ্ণ বনাম জাপানের সিওনরেটস কুইনসি মেনশা ওকাজাওয়া, ৬৯ কেজি বিভাগে রাউন্ড অফ থার্টিটু-র ম্যাচ। ভারতীয় সময় বিকাল ৩টে ৪৫ মিনিটে।


হকি
ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড (পুরুষ), ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড (মহিলা)  ভারতীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে।


আরও পড়ুন:Tokyo Olympics: তিরন্দাজির বাছাই পর্বে নবম স্থান পেলেন Deepika, নজরে বাংলার Atanu


জুডো
ভারতের লিকমাবাম সুশীলা দেবীর মুখোমুখি হাঙ্গেরির ইভা সার্নোভিকজি, মহিলাদের ৪৮ কেজি বিভাগে রাউন্ড অফ থার্টিটু-র বাউট। ভারতীয় সময় খেলা শুরু সকাল ৭টা ৩০ মিনিটে।


রোয়িং
অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস হিট টু, ভারতীয় সময় খেলা শুরু সকাল ৭টা ৩০ মিনিটে।


শুটিং
ভারতের অপূর্বী চান্ডেলা ও এলাভেনিল ভালারিভান মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামবেন। ভারতীয় সময় ম্যাচ সকাল ৫টায়।
অভিষেক বর্মা ও সৌরভ চৌধুরি পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামবেন। ভারতীয় সময় ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল দুপুর ১২টার সময়।


আরও পড়ুন: ঢাকে কাঠি পড়ে গেল Tokyo Olympics 2020 র


টেবিল টেনিস
ভারতের শরথ কমল ও মণিকা বাত্রা খেলবেন চিনা তাইপেই জুটি ইয়ান জু লিন ও চিং চেংয়ের বিরুদ্ধে। মিক্সড ডাবলসের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ ভারতীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে।
বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় খেলবেন সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোয়েমের বিরুদ্ধে। মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচ ভারতীয় সময় দুপুর ১টা থেকে।
 
টেনিস
ভারতের সুমিত নাগাল খেলবেন উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিনের বিরুদ্ধে। পুরুষ সিঙ্গলসে প্রথম রাউন্ডের ম্যাচ ভারতীয় সময়ে সকাল ৭টা ৩০ মিনিটে।


ভারোত্তোলন
মীরাবাঈ চানু মহিলাদের ৪৯ কেজি বিভাগে নামবেন। ভারতীয় সময় খেলা শুরু সকাল ১০টা ২০ মিনিটে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)