Tokyo Olympics: তিরন্দাজির বাছাই পর্বে নবম স্থান পেলেন Deepika, নজরে বাংলার Atanu

পরের রাউন্ডে ভুটানের প্রতিযোগীর মুখোমুখি হবেন Deepika Kumari।

Updated By: Jul 23, 2021, 09:40 AM IST
Tokyo Olympics: তিরন্দাজির বাছাই পর্বে নবম স্থান পেলেন Deepika, নজরে বাংলার Atanu

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2021-এর বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari)। ৭২টি তির টার্গেটে মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা (Deepika Kumari)। পরের রাউন্ডে ভুটানের প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি।

জাপানের টোকিওতে আজ থেকে শুরু হল 'গ্রেটেস্ট শো অন আর্থ'। প্রথমেই তিরন্দাজি। যাঁদের দিকে পদকের আশায় তাকিয়ে রয়েছে ভারত, দীপিকা কুমারি (Deepika Kumari) তাঁদের মধ্যে অন্যতম। যদিও বিশ্বের এক নম্বর তিরন্দাজের শুরুটা ভাল হয়নি। বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন তিনি। ৬৮০ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থানে পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। যথাক্রমে জ্যাং মিনহি (৬৭৭ পয়েন্ট) ও চেইয়ং কাং (৬৭৫ পয়েন্ট)। 

যদিও এখনও আশা শেষ হয়ে যায়নি, পুরুষদের বাছাই পর্বে আজকেই নামবেন ভারতের তিন আর্চার- অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদ্বীপ রাই। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।  

আরও পড়ুন: Tokyo Olympics 2020: কখন, কোথায়, কীভাবে দেখবেন অলিম্পিক ইভেন্ট? জেনে নিন বিশদে

আরও পড়ুন: Tokyo Olympics: ভারতীয়রা কে কখন নামবেন, কার কখন ইভেন্ট, রইল তালিকা

.