Fact Check: নীরজকে নিয়ে কোনও টুইট করেননি আর্শাদ, পাক প্রতিপক্ষের ভুয়ো অ্য়াকাউন্ট
`আইডল` নীরজ! শনিবার থেকে আর্শাদ নাদিমের এই টুইটটি ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের ম্যাচটাকে অনেকেই ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই দেখছিলেন। কারণ ভারতের নীরজ চোপড়ার (Neeraj Chopra) সঙ্গে ফাইনালের লড়াইয়ে ছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম (Arshad Nadeem)। অতীতে এই দুই প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক আঙিনায় মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু এদিন নীরজ সোনা জিতলেও আর্শাদ কিন্তু পোডিয়াম ফিনিশ করতে পারেননি! এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, নীরজকে নিজের 'আইডল' আখ্যা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আর্শাদ। পদক না জিততে পারার জন্য টুইট করে, নাকি পাকিস্তানের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। আর্শাদের এই টুইটের পর অনেকেই তাঁর স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা করেন। তবে আর্শদের এই টুইটের সত্যতা যাচাই করল bangla.boomlive.in ।
আরও পড়ুন: আমার ৩৭ বছরের অধরা স্বপ্নপূরণ করল আমার ছেলে Neeraj: PT Usha
সত্যতা যাচাই করে bangla.boomlive.in নামের সংবাদমাধ্যমটি জানতে পেরেছে @ArshadNadeemPak নামের যে টুইটার হ্য়ান্ডেল থেকে টুইটি করা হয়েছিল তা আসলে ভুয়ো বা Fake। পাক অ্যাথলিটের আর্শাদ নাদিমের আসল টুইটার হ্যাল্ডেলটি হল @Arshadnadeem76
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)