ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে টি২০-তে গেইলকেও ছাপিয়ে যাচ্ছেন এভিন লুইস
টি২০ ক্রিকেটের বেতাজ বাদশা হলেন ক্রিস গেইল। ২০ ওভারের খেলায় তিনি ছ`-সাত ওভার ব্যাট করলেই, তাঁর দলের জয় নিশ্চিত হয়ে যায় বেশিরভাগ ম্যাচে। দুনিয়া জোড়া টি২০ লিগগুলোতে দাপটের সঙ্গেই খেলেন গেইল। একইরকম ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়েও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সম্ভাবত, গেইলের সার্থক উত্তরসূরী পেয়ে গিয়েছে। অন্তত দেশের জার্সিতে টি২০ খেলার বিচারে। এখনও পর্যন্ত টি২০-তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় নজর দিলে দেখা যাবে, প্রথম ছ`বারে গেইল রয়েছেন তিনবার। এভিন লুইসও তিনবার। এবং টি২০-তে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও রবিবারের পর থেকে এভিন লুইসের দখলে।
ওয়েব ডেস্ক: টি২০ ক্রিকেটের বেতাজ বাদশা হলেন ক্রিস গেইল। ২০ ওভারের খেলায় তিনি ছ'-সাত ওভার ব্যাট করলেই, তাঁর দলের জয় নিশ্চিত হয়ে যায় বেশিরভাগ ম্যাচে। দুনিয়া জোড়া টি২০ লিগগুলোতে দাপটের সঙ্গেই খেলেন গেইল। একইরকম ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়েও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সম্ভাবত, গেইলের সার্থক উত্তরসূরী পেয়ে গিয়েছে। অন্তত দেশের জার্সিতে টি২০ খেলার বিচারে। এখনও পর্যন্ত টি২০-তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় নজর দিলে দেখা যাবে, প্রথম ছ'বারে গেইল রয়েছেন তিনবার। এভিন লুইসও তিনবার। এবং টি২০-তে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও রবিবারের পর থেকে এভিন লুইসের দখলে।
আরও পড়ুন এভিন লুইসের দাপটে বিরাটের ভারত যেন উড়ে গেল
এক ঝলকে দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের প্রথম ছ'টি ইনিংস -
১) এভিন লুইস - ৬২ বলে ১২৫ (অপরাজিত)
২) ক্রিস গেইল - ৫৭ বলে ১১৭
৩) ক্রিস গেইল - ৪৮ বলে ১০০ (অপরাজিত)
৪) এভিন লুইস - ৪৯ বলে ১০০
৫) ক্রিস গেইল - ৬৬ বলে ৯৮
৬) এভিন লুইস - ৫১ বলে ৯১
আরও পড়ুন মোট দশজন কোচ হওয়ার জন্য আবেদন করলেও, ইন্টারভিউ দেবেন সম্ভাবত ছ'জন