নিজস্ব প্রতিবেদন : একজন মজা করে লিখলেন, ডিকে কখনও সহজ ক্যাচ ধরেন না। আরেকজন আরও কয়েক কদম এগিয়ে লিখলেন, গ্লাভস ছাড়া ক্যাচ ধরেন না দীনেশ কার্তিক। এই ধরণের মজা ছাড়াও দীনেশ কার্তিককে নিয়ে ছড়িয়ে পড়ল প্রচুর মিম। ভারত-নিউ জিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে আলোচনার কেন্দ্রে থাকলেন কার্তিক। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে কার্তিকের গ্লাভস পরে নামা হল না। কারণ, উইকেটের পিছনে ছিলেন ধোনি। ডিকে দাঁড়ালেন বাউন্ডারি লাইনে ফিল্ডার হয়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ১০ রানে অল-আউট! বিশ্ব ক্রিকেটে বিস্ময় ছড়াল অস্ট্রেলিয়ার দল





লং অনে টিম সেইফার্টের সহজ ক্যাচ ফেললেন কার্তিক। টিম তখন ৭১ রানে ব্যাটিং করছিলেন।  এর পর ১১তম ওভারের শেষ বলে আবার সেইফার্টকে ফেলেন ডিকে। এর পর সেইফার্ট ৪৩ বলে ৮৪ রান করে আউট হন। ম্যাচের ১৩তম ওভারে। এর পর ১৫তম ওভারে হার্দিক পাণ্ডিয়াকে তুলে মারতে যান এই ম্যাচে অভিষেক হওয়া মিচেল। কিন্তু লং অনে দুর্দান্ত ক্যাচ ধরেন কার্তিক। দুই হাতে প্রথমে ক্যাচ ধরতে যান। বল প্রায় বাউন্ডারি পার করে ফেলেছিল! তার পর এক হাতে বল বাউন্ডারি লাইনের ভিতরে ফেলে দ্বিতীয় চেষ্টায় ক্যাচটা ধরে ফেলেন ডিকে। তাঁর এই ক্যাচ নিয়ে প্রশংসা হয় বিস্তর। এমনকী, গ্যালারি থেকেও হাত তালি দিয়ে ওঠেন দর্শকরা। এর পর আরও একবার রস টেলরের ক্যাচ ফেলেন তিনি।