নিজস্ব প্রতিবেদন: ঠিক আট বছর আগে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) নিজেদের ঝুলিতে ভরেছিল ভারত (India)। তারপর বিগত আট বছরে ৬ বার নকআউট পর্বে পৌঁছেও এই টু্র্নামেন্টে কোনো জয়ের মুখ দেখেনি দেশ। আট বছর পরেও ফের একবার স্বপ্নভঙ্গ। সাউদাম্পটনের মাটিতে WTC Final এ নিউজিল্যান্ডের (Newzealand) বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল কোহলির (Virat Kohli) দল। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হেরে গিয়ে একাধিক প্রশ্নের মুখে বিরাট কোহলির নেতৃত্ব। যদিও আবহাওয়াকে সব নষ্টের মূল হিসেবে রেখে ভারতের অধিনায়কের স্পষ্ট দাবি, ম্যাচে বারবার বাধা সৃষ্টি না হলে প্রথম ইনিংসে ভারত আরও বেশি রান তুলতে পারত। একে একে দুই মেনে নিতে পারেননি নেটিজেনরাও। সোশাল মিডিয়ায় ট্রেন্ড হ্যাশট্যাগ চোকার (#Choker)। অভিযোগ, চাপের মুখে বারবার ‘চোক’ করে যাচ্ছেন কোহলি। 



ধোনির নেতৃত্বে জয়ের ঠিক আট বছর পরেই হার। নেটিজেনরা প্রশ্ন তুলছেন প্রাক্তন ও বর্তমান দুই অধিনায়কের অধিনায়কত্ব নিয়েও। টুইটারে সরব তাঁদের একাংশের প্রশ্ন, মাঠে নামলে কেন বারবার ব্যর্থ হন কোহলি? ছড়িয়েছে মিমের বন্যাও।  




আরও পড়ুন: Copa America: এক্সট্রা টাইমে জয়সূচক গোল, বিতর্কের মাঝেই নাটকীয় জয় Brazil এর
আরও পড়ুন: UEFA EURO 2020: France এর সঙ্গে ড্র করে নক আউটে Portugal, জোড়া গোলে রেকর্ড Ronaldo-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)