Kuldeep Yadav: কুলদীপের প্রত্যাবর্তন, বিষ্ণোইয়ের ডাক! টুইটার বলছে `দ্রাবিড় যুগের শুরু`
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক চমক!
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিসিসিআই দল ঘোষণা (India announce squads for West Indies series) করতেই ফ্য়ানরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজের জন্য যে দল বেছে নিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা, সেই দলে রয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর দলে প্রত্যাবর্তন করলেন 'চায়নাম্যান' স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অন্য়দিকে আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্ম করে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। রাখা হয়েছে বরোদার অলরাউন্ডার দীপক হুডাকেও (Deepak Hooda) এই তিন ক্রিকেটারকে দলে দেখেই ফ্যানরা টুইটারে বলছেন, "দ্রাবিড় যুগের শুরু"।
আরও পড়ুন: West Indies tour of India 2022: ODI ও T-20 সিরিজের দল ঘোষণা BCCI-র, নেতা হয়ে ফিরলেন Rohit Sharma
কুলদীপ গতবছর শেষবার টেস্ট খেলেন ফেব্রুয়ারি মাসে এবং জুলাই মাসে খেলেছিলেন শেষবার সাদা বলের ক্রিকেট। এমএস ধোনি অধিনায়ক থাকাকালীন কুলদীপ ছিলেন দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ধোনি জামানায় তিনি ফুল ফুটিয়েছেন বল হাতে। কিন্তু ধোনি অবসর নেওয়ার পর থেকেই কুলদীপ ধীরে ধীরে ভারতীয় দলে ব্রাত্য হয়ে যান। এমনকী গতবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটেই তাঁকে দেখা গিয়েছে, মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিষ্ণোই ২০২০ ও ২০২১ মরশুমে আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। দু'বারই ডজন উইকেট পেয়েছেন তিনি। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রানার্স-আপ ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৭টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারী হন। বিষ্ণোই আসন্ন আইপিএলে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) হয়ে খেলবেন। যোধপুরের এই স্পিনারকে ৪ কোটি টাকায় নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে আহমেদাবাদের নয়ানির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টি-২০ সিরিজের আয়োজক কলকাতার ইডেন গার্ডেন্স। ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ।