নিজস্ব প্রতিবেদন: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ সূচনা করল ভারতীয় দল। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারালেন পৃথ্বী শাহরা। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান তোলে ভারত। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক পৃথ্বী শাহ। তাঁর ব্যাট থেকে এসেছে ঝকেঝকে ৯৪। ৮৬ রান করেছেন আর এক ওপেনার মনোজ কালরা। দু'জনের জুটিতে মোট ওঠে ১৮০। পৃথ্বী ও মনোজ আউট হওয়ার পরও অস্ট্রেলীয় বোলারদের দুর্দশা কমেনি। শেষের দিকে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন শুভনাম গিল। 



এরপর অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের বলের গতিতে নাকানিচোবানি খাওয়ান ভারতের দুই 'যুবা স্পিডস্টার' কমলেশ নাগরাকোটি ও শিবম মাভি। ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করছিলেন নাগরাকোটি। মাভির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫  কিলোমিটার। দু'জনেই ৩টি করে উইকেট পেয়েছেন। ৪২.৫ ওভারে ২২৮ রানে মুড়িয়ে যায় অস্ট্রেলিয়া। 


আরও পড়ুন- টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন ঋষভ পন্থ