টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন ঋষভ পন্থ

 টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া রেকর্ড। ৩২ বলে করলেন শতরান করলেন ঋষভ পন্থ।

Updated By: Jan 14, 2018, 03:57 PM IST
টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন ঋষভ পন্থ

নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে হিমাচলের বোলারদের ঠেঙিয়ে ৩২ বলে করলেন শতরান। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিক হলেন পন্থ। তবে টিটোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম দিল্লির বাঁহাতি। তাঁর আগে রয়েছেন ক্রিস গেইল। ২০১৩ সালে আইপিএলে পুণের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান 'দৈত্য'।  

নর্থ জোনের হয়ে নেমেছিলেন দিল্লির বিধ্বংসী ব্যাটসম্যান ঋষভ পন্থ। ৩৮ বলে করলেন ১১৬ রান। এদিন তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি ছক্কা ও ৮টি চারে। মাত্র ১১.৪ ওভারেই ১৪৫ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় দিল্লি। 

আরও পড়ুন- ঋদ্ধিমানকে খেলানো নিয়ে কোচ-অধিনায়কের মতানৈক্য

ঋষভ পন্থের ব্যাটিংয়ের সময় অপরপ্রান্তে ছিলেন গৌতম গম্ভীর। কার্যত দর্শক হয়েই ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে দ্রুততম টি-টোয়েন্টি হান্ড্রেড করেছিলেন রোহিত শর্মা। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। 
  

.