চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মেসি-নেইমার দ্বৈরথ
এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ২৯ মে ইস্তানবুলে।
নিজস্ব প্রতিবেদন: গ্রুপ পর্ব শেষ। এবার শুরু নকআউটের লড়াই। সোমবার সুইত্জারল্যান্ডের নিঁওতে হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্র অনুষ্ঠান। শেষ ষোলোর লড়াইয়ে মেসি বনাম নেইমারের দ্বৈরথ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মুখোমুখি পিএসজি বনাম বার্সেলোনা।
আরও পড়ুন- করোনা পরবর্তী সময়ে কবে শুরু ঘরোয়া ক্রিকেট, দিনক্ষণ জানিয়ে দিল BCCI
এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি হচ্ছে --
বরুশিয়া মনচেনগ্ল্যাডব্যাচের প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার সিটি
লাজিও-র মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি
লিপজিগ-এর সামনে লিভারপুল
পোর্তোর প্রতিপক্ষ জুভেন্টাস
মুখোমুখি বার্সেলোনা-পিএসজি
সেভিয়ার সামনে বরুশিয়া ডর্টমুন্ড
আটলান্টার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর আটটি ম্যাচের প্রথম লেগের খেলা হবে ১৬,১৭, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি, ২০২১
রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের খেলা হবে ৯, ১০, ১৬ এবং ১৭ মার্চ, ২০২১
কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠান হবে ১৯ মার্চ, ২০২১
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা হবে ৬ এবং ৭ এপ্রিল
শেষ আটের দ্বিতীয় লেগের খেলা হবে ১৩ এবং ১৪ ই এপ্রিল
সেমি ফাইনালের প্রথম লেগ ২৭ এবং ২৮ এপ্রিল
শেষ চারের দ্বিতীয় লেগ ৪ এবং ৫ মে
এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ২৯ মে ইস্তানবুলে।
আরও পড়ুন- নেতৃত্বের কোনও চাপ নেই রাহানের উপর: সুনীল গাভাসকর