নিজস্ব প্রতিবেদন: কথায় আছে কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ঠিক অন্যদিকে প্রোটিয়া শিবিরে যে স্বস্তির বাতাবরন। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার জশপ্রীত বুমরাহ। ফলে বুমরাহ আতঙ্ক কিছুটা হলেও দু প্লেসিদের ঘাড় থেকে যেন নেমে গেল। বুমরাহর পরিবর্তে দলে এলেন উমেশ যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জশপ্রীত বুমরাহর কোমরে সামান্য চিড় ধরা পড়েছে। সেই কারণেই গান্ধী-ম্যান্ডেলা টেস্ট সিরিজে নেই বুমরাহ। রেডিওলজিক্যাল স্ক্রিনিং করার সময় এই চিড় ধরা পড়ে। আপাতত বেঙ্গালুরুর এনসিএ-তে বোর্ডের মেডিক্যাল টিমের তত্বাবধানে রিহ্যাবে থাকবেন।



বুমরাহর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে এলেন পেসার উমেশ যাদব। তিন টেস্টের সিরিজ শুরু দোসরা অক্টোবর থেকে বিশাখাপত্তনমে।