আমেরিকার বিরুদ্ধে প্রথম একাদশ মোটামুটি বেছে ফেলেছেন মাতোস
ওয়েব ডেস্ক: তিন বছর ধরে তৈরি হয়েছেন তাঁরা। অবশেষে সেই দিনটা চলে এসেছে। যুব বিশ্বকাপের অভিযানে মার্কিন দলের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ফিফার মঞ্চে সেরাটা উজাড় করে দিতে চাইছেন অমরজিতরা। এতদিন তারা টিভির পর্দায় বিশ্বকাপের খেলা দেখেছেন। ফুটবলের সর্বোচ্চ পর্যায় মেসি,রোনাল্ডোদের লড়াই দেখেছেন। এবার সেই মঞ্চে মাঠে নেমে খেলবেন ভারতীয় ফুটবলাররা। এতদিনের স্বপ্ন যেন সফল হতে চলেছে অমরজিত সিং, কোমাল থাতালদের। টিম ইন্ডিয়ার ফুটবলারদের দুচোখ ভরা স্বপ্ন। ফিফার মঞ্চে সেরাটা উজাড় করে দিতে চাইছেন অমরজিতরা।
আরও পড়ুন জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?
মার্কিনদের বিরুদ্ধে ম্যাচে দলের প্রথম একাদশ মোটামুটি বেছে ফেলেছেন মাতোস। গোলে খেলবেন ধীরাজ সিং। রক্ষণে বড় ভরসা আনোয়ার আলি। কার্ড সমস্যা মাঠের বাইরে বরিস সিং। মাঝমাঠে মাতোসের দুই অস্ত্র অমরজিত ও কোমাল থাতাল। স্ট্রাইকিং লাইনে থাকবেন অনিকেত যাদব। মাতোসের দলের প্রথম একাদশে বাংলার দুই খেলোয়াড় অভিজিত সরকার ও রাহিম আলির জায়গা পাকা নয়।
আরও পড়ুন এক ঝলকে চিনে নিন বিশ্বকাপে খেলতে চলা ২১ জন ভারতীয় ফুটবলারকে