নিজস্ব প্রতিবেদন : কোয়ার্টার ফাইনাল। বড়জোর সেমিফাইনাল। বড় কোনও টুর্নামেন্টে আজ পর্যন্ত ফাইনাল ম্যাচের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে আজ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে তারা। বড় স্বপ্ন তো দেখারই কথা। তবে তাদের স্বপ্ন আর সেটাকে বাস্তবায়িত করার মাঝে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে শক্তিশালী ভারতীয় দল। পাহাড় টপকাতে পারলে বাংলাদেশের যুব ক্রিকেটাররা দেশের নতুন ইতিাস লিখতে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের সিনিয়র দলের পরিসংখ্যান ভারতের বিরুদ্ধে খারাপ। সাম্প্রতিক অতীতে কোনও বড় মঞ্চে যতবার ভারতের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশ, হারের মুখে পড়তে হয়েছে। কিন্তু ছোটরা হতাশ করবে  না বলে আশা করেছেন বাংলাদেশের সমর্থকরা। আর বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ দলের পারফরম্যান্সও তো দারুন। এবার বিশ্বকাপে তারা এখনও কোনও ম্য়াচ হারেনি। একের পর এক শক্তিশালী দলের বিরুদ্ধে জিতেছে তারা। অথচ বাংলাদেশ কিন্তু ফেভারিট হয়ে শুরু করেনি। সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করেছে বাংলাদেশ। 


আরও পড়ুন-  যুব বিশ্বকাপ ফাইনালে আজ পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ভারতের


ভারত-বাংলাদেশ, দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ২৩টি ম্য়াচ খেলা হয়েছে। যার মধ্যে ভারতীয় দল জিতেছে ১৮টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে তিনটি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দল চারবারের চ্যাম্পিয়ন। ধারে ও ভারে যে বাংলাদেশের সামনে তাঁরা পাহাড়ের সমান, তা তো বলাই যায়। ভারতের যশস্বী জয়সওয়াল দুরন্ত ফর্মে রয়েছেন। পেসার কার্তিক ত্য়াগীও অসাধারণ পারফরম্যান্স করছেন। এছাড়া আরেক পেসার সুশান্ত মিশ্রাও পাকিস্তানের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপে ১৩টি উইকেট নিয়ে স্পিনার রবি বিশোইকে নিয়েও আলোচনা চলছে। লেগ ব্রেক গুগলি তাঁর সেরা অস্ত্র। তবে বাংলাদেশও জানিয়েছে, ছেড়ে কথা বলবে না। যদিও এই ম্যাচ নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই তাদের। আসল উদ্দেশ্য বাড়তি চাপ নেওয়া যাবে না।