নিজস্ব প্রতিবেদন : গ্রুপ পর্বে গোলশূন্য ড্র হয়েছিল ভারত-বাংলাদেশ ম্যাচ। তার পর পয়েন্ট টেবিলে দুই পড়শি দেশের অবস্থান দাঁড়ায় একই জায়গায়। লটারির মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। এবার ফাইনাল। আর ফাইনালের ধুন্ধুমার লড়াইয়ে মুখোমুখি ভারত-বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করল বাংলাদেশ। এদিকে, মালদ্বীপকে ৪-০ গোলে উড়িয়ে দিল ভারতের ছেলেরা। অনূর্ধ্ব ১৮ সাফ কাপে এবার শিরোপা জেতার লড়াইয়ে নামবে ভারত-বাংলাদেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  প্রকৃতির মার! দশ বছর পর পাকিস্তানে ক্রিকেট হতে দিল না বৃষ্টি



বয়সভিত্তিক টুর্নামেন্টে এখন ভারত-বাংলাদেশের লড়াই মানে ধুন্ধুমার। গ্রুপ পর্বে ভারতের পরেই ছিল বাংলাদেশ। দুই দলের পয়েন্ট ছিল চার। গোল ব্যবধানও সমান ছিল। মুখোমুখি লড়াইও ছিল গোলশূন্য। এমন পরিস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন বেছে নেওয়া হয়। গ্রুপে রানার্স হলেও বাংলাদেশ কিন্তু আগে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এদিন তারা ভুটানের বিরুদ্ধে দুরন্ত খেলেছে। তবে ফাইনালে শক্তিশালী ভারতীয় দলের মুখোমুখি হতে হবে তাদের। যার জন্য আগে থেকেই বাড়তি সতর্ক বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব ১৫ সাফ কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েঠিল বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তারা শিরোপা জিতেছিল।


আরও পড়ুন-  ব্যাট দিয়ে খেলছেন ক্যারাম! পাকিস্তানি ক্রিকেটারদের কাণ্ড দেখে অবাক নেট-দুনিয়া


২০১৭ সালে সাফ কাপে ভারতকে হারালেও ফাইনালে নেপালের কাছে হেরে রানার্স হয়েছিল বাংলাদেশ।