নিলামে উড়ল কোটি কোটি টাকা! কোটিপতে লিগে দল পেলেন না যাঁরা
গত বছর ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার প্রথম দফায় দল পাননি। তা নিয়ে হইচই হয়েছিল প্রচুর।
নিজস্ব প্রতিবেদন : কোটিপতি লিগের নিলাম। উড়ল কোটি কোটি টাকা। সাড়ে ১৫ কোটি টাকায় অজি পেসার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা। দুমাস আগেও যিনি ফুচকা বিক্রি করতেন সেই যশস্বী জয়সওয়াল আইপিএলের দৌলতে কোটিপতি। এমনই হাজার চমকে দেওয়ার মতো কাণ্ড ঘটেছে আইপিএল নিলামে। রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন একাধিক ক্রিকেটার। তবে এসবের মাঝে দূর্ভাগ্যবশত দল পাননি বেশ কিছু ক্রিকেটার।
আরও পড়ুন- নিজের সেরা আইপিএল একাদশে নিলামের দামি ক্রিকেটার কামিন্স কে রাখলেন না সৌরভ
গত বছর ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার প্রথম দফায় দল পাননি। তা নিয়ে হইচই হয়েছিল প্রচুর। গেইলের মতো তারকাকে নিতে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় অবাক হয়েছিলেন ক্রিকেটভক্তরা। তবে ক্রিকেট বিশারদদের কেউ কেউ বলেছিলেন, আইপিএলের ধরণ পাল্টেছে। প্রথম বল থেকেই বাউন্ডারি পাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ শট খেলা ব্যাটসম্যানের উপর এখন ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ কমেছে। বরং ম্যাচ উইনারদের প্রতি আগ্রহ বাড়ছে। তা ছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ব্যালান্সড দল গড়তে চাইছে। ফলে ম্যানেজমেন্ট-এর সাজানো পরিকল্পনায় যে ক্রিকেটার ফিট বলে মনে হচ্ছে তাঁরাই সুযোগ পাচ্ছেন।
আসুন দেখে নেওয়া যাক, এবার কোন কোন ক্রিকেটার দল পাননি। তুলে ধরা হল তাঁদের বেস প্রাইজ।
চেতেশ্বর পূজারা, ৫০ লাখ টাকা
ইউসুফ পাঠান, ১ কোটি টাকা
কলিন ডে গ্রান্ডহোম, ৭৫ লাখ টাকা
স্টুয়ার্ট বিনি, ৫০ লাখ টাকা
হেনরিচ ক্লাসেন, ৫০ লাখ টাকা
মুশফিকুর রহিম, ৭৫ লাখ টাকা
নমন ওঝা, ৫০ লাখ টাকা
কুশল পেরেরা, ৫০ লাখ টাকা
শাই হোপ, ৫০ লাখ টাকা
টিম সাউদি, ১ কোটি টাকা
ইশ সোধি, ৭৫ লাখ টাকা
অ্যাডাম জাম্পা, ১.৫০ কোটি টাকা
হেডেন ওয়ালশ, ৫০ লাখ টাকা
মার্টিন গাপটিল, ১ কোটি টাকা
কলিন ইনগ্রাম, ৫০ লাখ টাকা
কলিন মুনরো, ১ কোটি টাকা
এভিন লুইস, ১ কোটি টাকা
কার্লোস ব্রেথওয়েট, ৫০ লাখ টাকা
আন্দিলে ফেহেলুকোয়াও, ৫০ লাখ টাকা
বেন কাটিং, ৭৫ লাখ টাকা
আনরিচ নর্টজে, ৫০ লাখ টাকা
মার্ক উড, ৫০ লাখ টাকা
আলজাররি জোসেফ, ৫০ লাখ টাকা
মোস্তাফিজুর রহমান, ১ কোটি টাকা
ম্যাট হেনরি, ৫০ লাখ টাকা
জেসন হোল্ডার, ৭৫ লাখ টাকা
জেমস প্যাটিনসন, ১ কোটি টাকা
কেসরিক উইলিয়ামস, ৫০ লাখ টাকা
বিনি কুমার, ১ কোটি টাকা