নিজস্ব প্রতিবেদন : দু সপ্তাহ হয়ে গিয়েছে আইপিএল শুরু হয়েছে। আইপিএল-এর শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে কিং খানের দল। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি রয়্যালসরা। ৪ ম্যাচ শেষে তাদের ঘরে ২পয়েন্ট। রবিবার জয়পুরে মুখোমুখি রাজস্থান ও কেকেআর। রাসেল ঝড় থামানোই বড় মাথাব্যাথা রাহানের দলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারের আইপিএলে একা নাইটদের টানছেন ক্যারিবিয়ান বিগহিটার আন্দ্রে রাসেল। শুধু কি ব্যাট হাতে বল হাতেও কার্তিকের দলের অন্যতম বড় ভরসা। আগের ম্যাচেই বিরাটদের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন একা রাসেল। তবে শুধু রাসেল নির্ভরতা আবার নাইটদের বিপদ ডেকে আনতে পারে। তাই নাইটদের তুরুপের তাস রাসেল ঝড় রবিবার থামাতে মরিয়া রাজস্থান। তবে শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়াছে রাজস্থান শিবিরকে। এর আগে আইপিএলে দুই দল ১৯ বার মুখোমুখি হয়েছে। দুটি দলই ৯বার করে জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। রবিবার মুখোমুখি লড়াই কী হতে পারে দুই দলের প্রথম একাদশ দেখে নেওয়া যাক -


রাজস্থানের সম্ভাব্য একাদশ : জোস বাটলার, আজিঙ্কে রাহানে, সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, কে গৌতম, জোফ্রা আর্চার, বরুন অ্যারন, ধবল কুলকার্নি, শ্রেয়াস গোপাল।


কলকাতার সম্ভাব্য একাদশ : সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতীশ রানা, শুভমান গিল, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, হ্যারি গারনে, প্রসিদ্ধ কৃষ্ণ।


আরও পড়ুন - দু'সপ্তাহ পার, আইপিএলে কোন দল কোথায় দাঁড়িয়ে দেখে নিন এক ঝলকে