জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার খবরে বলিউডের লাস্যময়ী মডেল-অভিনেত্রী ঊর্বশী রৌতেলা (Urvashi Rautela)। গত শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ভারত-পাক ম্য়াচে (IND vs PAK | World Cup 2023) হাজির ছিলেন লক্ষাধিক দর্শক। গ্যালারিতে নীল পরি সেজে হাজির ছিলেন ঊর্বশীও। আর এই ভিড়ে উর্বশী হারিয়েছেন তাঁর সাধের মহার্ঘ বস্তু। যা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। সাহায্যের আবেদন করেছেন আহমেদাবাদা পুলিসের কাছেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঊর্বশী লিখেছেন যে, 'আমি আমার ২৪ ক্যারেটের আসল সোনার আই ফোন হারিয়েছি, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যদি কেউ খোঁজ পেয়ে থাকেন, তাহলে আমাকে সাহায্য করুন যত দ্রুত সম্ভব। এর সঙ্গেই ঊর্বশী হ্যাশট্যাগ দিয়ে জুড়েছেন #LostPhone #AhmedabadStadium #HelpNeeded #indvspak ট্যাগ করেছেন @modistadium @ahmedabadpolice। ঊর্বশী গ্যালারিতে দাঁড়িয়ে বেশ কিছু রিলস বানিয়েছেন। তাও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ঊর্বশী সুযোগ পেলেই ভারত-পাক ম্য়াচ দেখতে মাঠে হাজির হয়ে যান। ক্রিকেট বরাবরই তাঁকে টানে। 




বিশ্বকাপের একপেশে 'মাদার অফ অল ব্য়াটল'-এর সাক্ষী থেকেছে আহমেদাবাদ। লক্ষাধিক দর্শকের সামনে হেসেখেলে রোহিত শর্মা অ্যান্ড কোং চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উড়িয়ে দিল। পার্কে ঘুরতে আসার মেজাজে শনিবার খেলেছে টিম ইন্ডিয়া। রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন বাবর আজমদের। ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মোতেরায় মুখ থুবড়ে পড়ে পাক ব্য়াটিং লাইন-আপ। ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাবরদের গল্প। সেই রান তাড়া করে ভারত ম্য়াচ জেতে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)