নিজস্ব প্রতিবেদন: এ যাত্রায় বেঁচে গিয়েছেন! হ্যাঁ, নিদহাস ট্রফি জয়ের পর বিজয়ের অভিব্যক্তি অনেকটা এমনই। মুস্তাফিজুরের ওভারে যেভাবে ডট বল খেলেছেন, তাতে আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই সঙ্কটে পড়েছেন দক্ষিণি অলরাউন্ডার বিজয় শঙ্কর। শ্রীলঙ্কা থেকে শিরোপা জিতে দেশে ফেরার পর এই ব্যাটসম্যান অলরাউন্ডার এখনও ভাবছেন, "যদি শেষ বলে দীনেশ ছয় না মারতেন তাহলে কী হত তাঁর?" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কার্তিকের কীর্তিতে গর্বিত স্ত্রী দীপিকা


দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে বিজয় শঙ্কর বলেন, "শেষ বলে তিনি চোখ বুজে করেই ছিলাম। সাজঘরে বসে যখন চোখ খুলেছেন চোখে পড়েছে গ্যালারির বিস্ফোরণ! হাফ ছেড়ে বেঁচেছি। ক্রিকেট জীবনের অন্যতম আদর্শ কার্তিকের জন্য প্রার্থনা তো করেইছি, ম্যাচ জেতার পর সতীর্থকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতাও জানিয়েছি।" বিজয়ের কাছে প্রেমেদাসার সেই ১৫-২০ মিনিট এককথায় জীবনের অবিস্মরণীয় মুহূর্ত।  


আরও পড়ুন- হরভজনের টুইট: নাগিনের পাল্টা বিচ্ছু নাচ


ভারতের এই উদীয়মান অলরাউন্ডার ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমি ওই ডট বলগুলো না খেললে হয়তো খুব সহজেই ম্যাচ জিততে পারতাম। ম্যাচটা জেতার জন্য আমি তাঁকে (দীনেশ কার্তিক) ধন্যবাদ জানাই। অন্যদিকে, তবে নিজে হাতে ম্যাচটা জেতাতে না-পারায় খারাপ লাগছে।"


আরও পড়ুন- সানা ক্রিকেটারকে ডেট করলে রাজি হবেন সৌরভ?