Tokyo Olympics 2020: টোকিও যাওয়ার বিমানে উঠতেই পারলেন না Vinesh Phogat!
হাঙ্গেরির বুদাপেস্টে টোকিও অলিম্পিক্সের আগে নিজের প্রস্তুতি সারছিলেন বিনেশ।
নিজস্ব প্রতিবেদন: ভারতের তারকা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat) টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) যাওয়ার বিমানই ধরতে পারলেন না! ২৬ বছরের হরিয়ানার কন্যা ভিসা সমস্যায় আটকে গেলেন ফ্রাঙ্কফুর্টে।
হাঙ্গেরির বুদাপেস্টে টোকিও অলিম্পিক্সের আগে নিজের প্রস্তুতি সারছিলেন বিনেশ। ভিসা অনুযায়ী ইউরোপে ৯০ দিন থাকার কথা ছিল বিনেশের। কিন্তু তিনি ৯১ নম্বর দিনে আসেন ফ্রাঙ্কফুর্টে। এক দিন বেশি থেকে যাওয়ায় এবং ভিসার নিয়ম লঙ্ঘন করায় বিনেশকে টোকিওর বিমানে উঠতে দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই।
আরও পড়ুন: Tokyo 2020: জীবনের শেষ অলিম্পিক্সে দ্বিতীয় রাউন্ডে হেরেই বিদায় নিলেন Tarundeep Rai
এই ঘটনা জানার পরেই সঙ্গে সঙ্গে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পদক্ষেপ নেয়। ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ফ্রাঙ্কফুর্টে গিয়ে বিষয়টা মিটিয়ে দেন। বিনেশ বুধবার অর্থাৎ আজই টোকিও উড়ে যাবেন। এবার টোকিওতে কুস্তির ৫৩ কেজি বিভাগে বিনেশ সোনা জেতার ক্ষমতা রাখেন বলেই মনে করছেন অনেকে।
৫ অগাস্ট থেকে বিনেশদের প্রতিযোগিতা শুরু। কমনওয়েলথে জোড়া সোনা জেতার পাশাপাশি বিনেশ এশিয়ান গেমসেও পেয়েছেন সোনা। এখন দেখার অলিম্পিক্সে দেশবাসীর স্বপ্ন তিনি পূরণ করতে পারেন কিনা!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)