সাঙ্গাকারাকে টপকে সেঞ্চুরি তালিকায় কোহলি এখন চারে
মোহালিতে বিরাট কোহলির জাদু। কোহলির অপরাজিত ১৫৪ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডে সিরিজে ২-১ এগিয়ে যায় ভারত। দেখতে দেখতে ওয়ানডে ক্রিকেটে কোহলির ২৬টা সেঞ্চুরি হয়ে গেল। ১৭৪টি ওয়ানডে খেলার পর কোহলি এখন সেঞ্চুরি সংখ্যার বিচারে চার নম্বরে।
ওয়েব ডেস্ক: মোহালিতে বিরাট কোহলির জাদু। কোহলির অপরাজিত ১৫৪ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডে সিরিজে ২-১ এগিয়ে যায় ভারত। দেখতে দেখতে ওয়ানডে ক্রিকেটে কোহলির ২৬টা সেঞ্চুরি হয়ে গেল। ১৭৪টি ওয়ানডে খেলার পর কোহলি এখন সেঞ্চুরি সংখ্যার বিচারে চার নম্বরে। কোহলির আগে এখন সনত্ জয়সূর্য (২৮টা), রিকি পন্টিং (৩০), সচিন তেন্ডুলকর (৪৯)। মোহালিতে সেঞ্চুরি করে সাঙ্গাকারাকে টপকে যান কোহলি।
আরও পড়ুন- ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজের সূচি
ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির বিচারে জয়সূর্য, পন্টিংকে টপকানো সময়ের অপেক্ষা কোহলির। কোহলির সামনে তারপর চ্যালেঞ্জ সচিন। ক দিন পর কোহলি ২৮-এ পড়বেন। আরও দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললে ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়া অসম্ভব হবে কি! সেটাই এখন দেখার।
এদিকে, মোহালির অসাধারণ জয়ের পর বুধবার ধোনির রাঁচিতে চতুর্থ ওয়ানডে খেলতে নামছে ভারত। শেষ ম্যাচ অবধি ফেলে না রেখে রাঁচিতেই সিরিজ জিততে চান ধোনি।