নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপের এক বছর আগেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন 'ক্লান্ত' এবি ডিভিলিয়ার্স। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলে দেশে ফিরে দু'দিনের মধ্যেই ক্রিকেটকে আলবিদা বলে দিয়েছেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি'। আইপিএলে তাঁর সতীর্থ এবি ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আবেগতাড়িত ক্যাপ্টেন বিরাট কোহলি৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চোট বিতর্কে বিরাটের পাশে দাঁড়ালেন শাস্ত্রী


বুধবারই বাইশ গজকে গুডবাই জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। শনিবার টুইটারে এবিডি-কে আবেগঘন বিদায় জানালেন বিরাট৷ 'ভাই' সম্বোধন করে টুইটারে কোহলি লিখেছেন, " আগামী জীবনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা 'মাই ব্রাদার'৷ আধুনিক ক্রিকেটে তুমিই বদলে দিয়েছ ব্যাটিং স্টাইল। তোমাকে এবং তোমার পরিবারকে আমার শুভেচ্ছা।"



আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল এবং অনান্য দেশের টি-২০ লিগে আর খেলতে চান না বলেই জানিয়ে দিয়েছেন এবিডি। বিদেশে খেলার কোনও পরিকল্পনা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে টাইটানসের হয়ে খেলতে পারেন তিনি।