জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৪ বছরেও ফিটনেসের তুঙ্গে আছেন বিরাট কোহলি (Virat Kohli)। যদি আগামি ৫-৬ বছর এমন ফিটনেস ধরে রাখতে পারেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা তাঁর পক্ষে মোটেও কঠিন নয়। এমনটাই মনে করেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ৪০ বছর বয়স পর্যন্ত খেলে বিরাট যদি সেই মাইলস্টোন গড়তে পারেন, তাহলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) গড়া রেকর্ড নিজের নামে করে ফেলতে পারবেন। দাবি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 'গড অফ ক্রিকেট' তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে মোট ১০০টি শতরানের মধ্যে টেস্টে ৫১টি ও একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান রয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাট ফর্ম ফিরে পাওয়ার পর সানি বলেন, 'মনে করুন বিরাট আরও ৫-৬ বছর খেলে দিল, তাহলে ও ১০০টি শতরান করবেই। আমার সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। ফর্মে থাকলে বিরাট প্রতি বছর গড়ে ছ'টি শতরান করে এসেছে। এবারও বিরাট যদি সেই ফর্মে ব্যাট করে তাহলে কিন্তু ও এই মাইলস্টোন গড়ে ফেলবেই। সচিনের কীর্তি গড়তে বিরাটকে আরও ২৬টি শতরান করতে হবে। আমার মনে হয় ৪০ বছর বয়স পর্যন্ত বিরাট খেললে ১০০টি সেঞ্চুরি গড়তে সমস্যা হবে না।' 


শ্রীলঙ্কার (Sri Lanka) একদিনের সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। প্রথম ম্যাচে ৮৭ বলে ১১৩ রান করার পর হাঁকানোর পর, রবিবারও দুরন্ত মেজাজে শতরান করেছিলেন। ১১০ বলে ১৬৬ রান অপরাজিত ছিলেন তিনি। এছাড়া গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৯১ বলে ১১৩ রান তো আছেই। ৫০ ওভারের ফরম্যাটের গত চার ইনিংসে তিনটি শতরান করেছেন। সেই সুবাদে একদিনের ক্রিকেটে এই মুহূর্তের বিরাটের শতরানের সংখ্যা ৪৬। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক পুরনো ছন্দ ফিরে পেতেই, সচিনের সেই মাইলস্টোন ভাঙা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 


আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: বাইশ গজে ঝড় তুলে ফের মহানুভবতার পরিচয় দিলেন বিরাট, কিন্তু কীভাবে? দেখুন ভিডিয়ো


আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: ১৫ জানুয়ারির প্রতি কোহলির 'বিরাট' প্রেম! কী বললেন বাইশ গজের 'কিং'?


সেটা মনে করিয়ে দিয়ে সানি ফের বলেন, 'সচিন ৪০ বছর পর্যন্ত খেলেছিল। এবং ফিটনেস বজায় রেখেই পারফর্ম করেছিল। বিরাটও নিজের ফিটনেস সম্পর্কে ওয়াকিবহাল। বর্তমান ভারতীয় দলে বিরাট সবচেয়ে ফিট ক্রিকেটার। তাই ওর পক্ষে ৪০ বছর পর্যন্ত খেলা একেবারে জলভাতের মতো ব্যাপার।' 


প্রায় তিন বছরের খরা কাটিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে বিরাটের মোট শতরানের সংখ্যা ৭৪। এরমধ্যে টেস্টে ২৭টি, একদিনের ক্রিকেটে ৪৬টি এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ১টি শতরান রয়েছে। এরমধ্যে নতুন বছরেই তাঁর ঝুলিতে এসেছে দুটি শতরান। গত ছয় মাসে শতরানের সংখ্যা চার। চলতি বছরেই দেশের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই সুবাদে বিরাটের ফর্ম ফিরে পাওয়া অবশ্যই ভারতীয় দলের জন্য শুভ সংকেত। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)