DRS নেওয়ার জন্য Kohli রাজি করালেন Rohit-কে! সঠিক সিদ্ধান্ত প্রাক্তন অধিনায়কের-WATCH
দেখুন বিরাট কোহলির জন্য ভারত পেয়ে গেল উইকেট।
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হেসে খেলে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঐতিহাসিক ১০০০ তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জিতে স্মরণীয় করে রেখেছে নীল জার্সিধারীরা। এই ম্যাচে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এগিয়ে আসেন নতুন অধিনায়ক রোহিত শর্মার সাহায্যে। বিরাট ডিআরএস (DRS) নেওয়ার জন্য রোহিতকে রাজি করান। এবং সফল রিভিউ নিয়ে ভারত পেয়ে যায় উইকেটও। যার ভিডিও শেয়ার করেছে বিসিসিআই।
ম্যাচে টস হেরে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করেছিল। উইন্ডিজ ইনিংসের ২১ নম্বর ওভারে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সামারা ব্রুকসের ক্যাচ আউটের আবেদন নাকচ করে দেন অন-ফিল্ড আম্পায়ার। এমনকী উইকেটের পিছনে থাকা ঋষভ পন্থও বুঝতে পারেননি যে, বল ব্যাটে খোঁচা লেগেছে কিনা! এরপরই কোহলি এসে রোহিতকে বলেন রিভিউ নেওয়ার জন্য়। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন যে, কোহলির সিদ্ধান্ত সঠিক। সামারা খোঁচাই দিয়েছিলেন। তিনি ২৬ বলে ১২ করে ফিরে যান। ভারত পেয়ে যায় ষষ্ঠ উইকেট।
আরও পড়ুন: Lata Mangeshkar: সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ ইমরান, পাক প্রধানমন্ত্রীর আবেগি টুইট
অন্যদিকে এদিন চাহাল রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন। ১০ ওভারে ৪৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন। মোতেরায় চাহাল দ্বিতীয় দ্রুততম ভারতীয় স্পিনার ও পঞ্চম দ্রুততম ভারতীয় বোলার হিসাবে কেরিয়ারের ১০০ নম্বর আন্তর্জাতিক ওয়ানডে উইকেটটি পেয়ে যান। দেশের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬০ নম্বর ম্যাচে চাহাল উইকেটের সেঞ্চুরি করে ফেলেন। নিজের স্পেলের প্রথম ওভারে বিগহিটার নিকোলাস পুরনাকে এলবিডব্লিউ করতেই চাহালের লক্ষ্য়পূরণ হয়ে যায়। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্রুততম ১০০ উইকেট পাওয়া ভারতীয়দের মধ্যে চাহালের আগে রয়েছেন- মহম্মদ শামি (Mohammed Shami) - ৫৬ ম্যাচ, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) - ৫৭ ম্যাচ, কুলদীপ যাদব (Kuldeep Yadav) - ৫৮ ম্যাচ ,ইরফান পাঠান (Irfan Pathan) - ৫৯ ম্যাচ, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)- ৬০ ম্যাচ।