জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খারাপ ফর্মের সঙ্গে ভাগ্য সহায় না দিলে কেমন হয়! বিরাট কোহলির (Virat Kohli) মতো বারবার আউট হতে হয়। আইপিএল (IPL 2022) থেকে আন্তর্জাতিক ক্রিকেট, 'কিং কোহলি' একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছেন। শুক্রবার ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিন তিনি যে ভাবে ফিরলেন, তাতে পরিষ্কার বিরাট একেবারেই ছন্দে নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাঞ্চের কিছুক্ষণ পর হনুমা বিহারী (Hanuma Vihari) ফিরে গিয়েছেন। তখন সবার নজর 'বিরাট' ব্যাটের দিকে। ঠিক এমন সময় ছন্দপতন। ২৪.২ ওভারে ম্যাথু পটসের (Matthew Potts) বাইরে যাওয়া ডেলিভারিকে ছাড়তে গেলে সেই বল ব্যাটের কানায় লেগে অফ স্টাম্প উড়িয়ে দেয়। ফলে ১১ রানে থামতে হয় 'কিং কোহলি'কে। মাঠ ছাড়ার আগে নিজের আউট হওয়ার ধরণ দেখে বিরাটের মুখে তখন হাসি। হ্যাঁ উল্লাসের হাসি নয়। নিজের করুণ পরিণতি দেখে হাসছিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। 



বিরাট ১১ রানে ফিরতেই ৭১ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। এর আগে হনুমাকেও ফেরান ম্যাথু পটস। তবে চাপের এখানেই শেষ নয়। প্রথম ধাক্কা অবশ্য জেমস অ্যান্ডারসন (James Anderson) দিয়েছিলেন। 



স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা। এবং ভেজা বাইশ গজ। এমন পরিস্থিতিতে যা হওয়ার তাই হল। অ্যান্ডারসনের সুইংয়ের ফাঁদে নাজেহাল হয়ে যায় টিম ইন্ডিয়া। বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ থাকার আগে জিমির পেসে বিদ্ধ হয়ে ৫৩ রানে ২ উইকেট হারিয়েছিল ভারতীয় দল। তখন ভরসা ছিলেন বিরাট। তবে দুই মহাতারকার ফাইনাল ব্যাটেল দেখা গেল না। 


শুক্রবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস (Ben Stokes)। ওপেন করতে নামেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Puajra) ও শুভমন গিল (Subhman Gill)। কিন্তু দলের রান ২৭ হতেই প্রথম ধাক্কা দিলেন অ্যান্ডারসন। তাঁর বাইরে যাওয়া ডেলিভারিতে অহেতুক খোঁচা লাগিয়ে উইকেট ছুঁড়ে দেন পঞ্জাব তনয়। ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান শুভমন। 


ধীর গতিতে ইনিংস গড়ার কাজে এরপর নেমে পড়েন পূজারা ও হনুমা। কিন্তু তাতে লাভ হল না। দলের স্কোরবোর্ডে যখন ৪৬ রান, তখন ফের ভারতকে ফের আঘাত দিলেন অভিজ্ঞ জিমি। দ্বিতীয় স্লিপে থাকা জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পূজারা। ফলে লাঞ্চের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।