ওয়েব ডেস্ক: একের পর এক রেকর্ড ভাঙছেন এবং গড়ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কখনও রেকর্ড গড়ছেন অধিনায়ক হিসেবে। কখনও বা রেকর্ড গড়ছেন ব্যাটসম্যান হিসেবে। সদ্য একদিনের ক্রিকেট ম্যাচে রিকি পন্টিংয়ের করা ৩০ টি সেঞ্চুরিকে ছুঁয়ে ফেলেছেন তিনি। এরইমধ্যে সোমবার প্রকাশিত হয়েছে আইসিসি-র সেরা ব্যাটসম্যানদের তালিকা। সেখানে যথারীতি শীর্ষস্থানেই রয়েছেন ভারত অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বুধবার ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে চমক!


থাকবেন না-ই বা কেন! পাঁচ ম্যাচের একদিনের সিরিজে তিনি করেছেন মোট ৩৩০ রান! সিরিজের শেষ ম্যাচেও খেলেছেন অপরাজিত ১১০ রানের ইনিংস। তারই ফলস্বরূপ বিরাট শুধু এখন শীর্ষস্থানেই নন, তাঁর পয়েন্টও বেড়েছে। এখন বিরাটের পয়েন্ট ৮৮৭। আর এটাতেও তিনি রেকর্ড গড়লেন। এত দিন আইসিসি-র সেরা ব্যাটসম্যানের তালিকায় কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার নজির ছিল সচিন তেন্ডুলকরের দখলে। সচিন প্রায় ২০ বছর আগে ১৯৯৮ সালে ৮৮৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিলেন। এবার বিরাট কোহলিও ছুঁলেন সেই রেকর্ড। বলা যেতেই পারে, কয়েকদিনের ব্যবধানে তিনি ৮৮৭ পয়েন্ট টপকে, একাই এই নজিরের মালিক হবেন।


আরও পড়ুন  এক দশক পর অনুতাপ প্রকাশ করলেন জিনেদিন জিদান