এক দশক পর অনুতাপ প্রকাশ করলেন জিনেদিন জিদান
ওয়েব ডেস্ক: দুহাজার ছয় বিশ্বকাপ ফাইনাল। তাঁর জীবনের শেষ বিশ্বকাপও ছিল। কিন্তু পরিসমাপ্তি হয়েছিল অত্যন্ত করুন। ফাইনালে নিজের দল ফ্রান্স হেরে গিয়েছিল। সুযোগ এলেও দ্বিতীয়বার জিনেদিন জিদানের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আশা অধরা থেকে গিয়েছিল। তার থেকেও বড় ঘটনা হল হেডবাটের জন্য জিদানকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। যার জন্য বিশ্বফুটবলে নিন্দিত হয়েছিলেন জিদান। একদশক পর সেই ঘটনা নিয়ে অনুতাপ প্রকাশ করলেন ফুটবলের এই কিংবদন্তী। জানিয়ে দিলেন সেদিনের ঘটনার জন্য কখনই তিনি গর্ববোধ করেননি।
আরও পড়ুন ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন মারিয়া শারাপোভা
ম্যাচের একশো দশ মিনিটে মাতেরাজ্জিকে হেডবাট করে শুধু দলকে ডোনাননি। ফুটবল দুনিয়ার সামনে নিজেকে ছোট করে ফেলেছিলেন। তবে জিদান মনে করেন মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে। এটাকেও তিনি তার জীবনের এক দুর্ঘটনা বলেই মনে করেন।
আরও পড়ুন ইউ এস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভেনাস উইলিয়ামস