জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের ৩৬ নম্বর ম্য়াচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB,  IPL 2024)। ইডেন গার্ডেন্সে টস হেরে. প্রথমে ব্য়াটিং কেকেআরের। কিন্তু ম্য়াচের আগে এমন এক ঘটনা ঘটেছে যা সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। ঘটনার কেন্দ্রে দুই অতি পরিচত মুখ। যাঁরা এক দেশের হয়ে খেলেলও, আইপিএলে তাঁদের প্রতিদ্ধন্দ্বিতা। আরসিবি সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) ও কেকেআর রত্ন রিঙ্কু সিংয়ের (Rinku Singh) কথোপকথন ভাইরাল হয়ে গেল এবার! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: MS Dhoni | Rohit Sharma | T20 World Cup 2024: 'রাজি করাতে যদিও...' বিশ্বকাপের দলে ঢুকছেন ধোনি! রোহিতের ব্রেকিংয়ে মহাপ্রলয়



রিঙ্কুর দুঃসংবাদে রেগে কাঁই হয়ে গেলেন বিরাট! কী নিয়ে ঝামেলা, কেন উত্তপ্ত হল ইডেন, জানতে পড়ে ফেলুন এই প্রতিবেদন। বলে রাখা ভালো যে, বিরাটের থেকে একটি ব্য়াট নিয়েছিলেন রিঙ্কু। আর সেই ব্য়াট তিনি খেলতে গিয়ে ভেঙে ফেলেছেন! রিঙ্কু-বিরাট একে-অপরকে এই নিয়ে যা বললেন, তা সংলাপের মতো করে বলা রইল নীচে।


রিঙ্কু: তোমার দেওয়া ব্য়াটটা আমি স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ভেঙে ফেলেছি।
বিরাট: আমার ব্য়াট!
রিঙ্কু: হ্যাঁ
বিরাট: স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্য়াট ভেঙে ফেললি? কোথা থেকে ভেঙেছে ব্য়াটটা?
রিঙ্কু: মাঝখান থেকেই ভেঙে গিয়েছে। 
বিরাট:  তো আমি কী করব?
রিঙ্কু: আমি শুধু জানিয়ে রাখলাম তোমাকে।
বিরাট:  কোনও সমস্য়া নেই, ভালো যে তুই আমাকে বললি, কিন্তু আমার এই তথ্য়ের কোনও প্রয়োজন নেই।
রিঙ্কু এরপর বিরাটের ব্য়াট নিয়ে নকিং শুরু করেন...
বিরাট: এই ব্যাট ভালো নয়।
রিঙ্কু: তুমি কি তাহলে ব্যাট পাঠাচ্ছ?
বিরাট:  কাকে ব্য়াট পাঠাব?
রিঙ্কু: বিরাটের ব্য়াটগুলি বিরাটকে দিয়ে বলেন,'তোমার কাছে রেখে দাও'
বিরাট:  এর আগেও তুই আমার থেকে একটা ব্য়াট নিয়েছিলেস! দ্বিতীয় ম্য়াচে দ্বিতীয় ব্য়াট চাইছিস এখন? এই তোর জন্য়ই আমাকে পরিণতি ভুগতে হয়!


ক্রিকেটারদের ব্যাট দেওয়া বিরাটের কাছে নতুন কিছু নয়। অতীতে বহু ক্রিকেটারকে ব্য়াট দিয়েছেন বিরাট। এমনকী প্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদেরও ব্য়াট দেন তিনি। তবে এর আগে বিরাট তাঁর দেওয়া ব্যাট নিয়ে এমন ফিডব্য়াক পাননি! ইডেনে বিরাট-রিঙ্কুর এই ঘটনার ভিডিয়ো এক্স হ্য়ান্ডেলে শেয়ার করেছে খোদ কেকেআরই! যে ভিডিয়ো নেটাগরিকদের হাসির ডালি সাজিয়ে দিয়েছে। 


আরও পড়ুন: WATCH | Shubman Gill: 'প্রিন্স' দর্শনেই সুন্দরীর শুরু অর্গাজম! একঘর লোকের সামনেই তারপর...


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)