জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর নভেম্বরের ঘটনা, ৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলি টেস্ট শতরান (Virat Kohli Century) পেয়েছিলেন। মনে করা হয়েছিল রাজা রাজত্বে ফিরেছিলেন পয়মন্ত অস্ট্রেলিয়ায়। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০০ রান! কিন্তু পারথের পর থেকে আবার সেই চেনা হতশ্রী বিরাট! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম টেস্টের পরই অজি পেসারদের কাছে বিরাটকে আউট করা জলভাতের মতো হয়ে গিয়েছে! তাঁরা বুঝে গিয়েছেন অফস্টাম্পের বাইরে পঞ্চম থেকে সপ্তম স্টাম্পে লক্ষ্য় করে বল করতে পারলেই চলবে। বিরাট খোঁচা দিয়ে নিজে উইকেট দিয়ে আসবেন। মাথা খাটাতেও হবে না, আলাদা কসরতও করতে হবে না। এটাই কোহলিকে ফেরানোর সহজ রেসিপি! 


আরও পড়ুন: 'মেলবোর্নই ছিল জীবনের শেষ টেস্ট'! আজ অস্তাচলে অধিনায়ক রোহিত...ভারত ১৮৫ অল আউট


সিডনি টেস্টের প্রথম ইনিংসেও সেই একই গল্প। স্কট বোলান্ড গুড লেন্থে পঞ্চম স্টাম্পে বল রেখেছিলেন। কোহলি যথারীতি খোঁচা দেন। বিউ ওয়েবস্টার তৃতীয় স্লিপে মোতায়েন ছিলেন, ঝাঁপিয়ে তালুবন্দি করে নেন ক্য়াচ। যদিও এদিন কোহলি প্রথম ডেলিভারিতেই এরকম খোঁচা দিয়েছিলেন। তবে স্টিভ স্মিথ ক্যাচ নেওয়ার সময়ে মাটিতে হাত ছুঁইয়ে ফেলেছিলেন বলে, কোহলি বেঁচে গিয়েছিলেন শুরুতে। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। ৬৯ বলে ১৭ রান করে আউট হন তিনি! এই নিয়ে কোহলি শেষ ছয় ইনিংসে একই ভাবে উইকেট দিয়ে এলেন। লজ্জার পরিসংখ্যান নাম জুড়েছে কোহলির। ২০২৪ থেকে এখনও পর্যন্ত কোহলির টেস্টের প্রথম ইনিংসের গড় ৭.০! যা জসপ্রীত বুমরার থেকেও কম। 



২০২৪ থেকে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সর্বনিম্ন গড় (ন্যূনতম ৫ ইনিংসের বিচারে)


৫.৪ – কেশব মহারাজ
৭.০ – বিরাট কোহলি
৪.০ – জাসপ্রিত বুমরাহ
৮.৩- শোয়েব বশির


২০২৪ থেকে টেস্ট ক্রিকেট খেলেছেন এবং এক ম্যাচের প্রথম ইনিংসে কমপক্ষে ২০ রান করেছেন, এই তালিকাভুক্ত সকল ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাটেরই টেস্ট গড়  সর্বনিম্ন।


আরও পড়ুন: রোহিতকে ছেঁটে বিরাটকেই দেওয়া হচ্ছে নেতৃত্ব! চলে এল টিম ইন্ডিয়ার আমূল বদলের নীলনকশা



রবীন্দ্র জাদেজা - রান: ২২৪, গড়: ৫৬.০০, ম্যাচ: ৪, ইনিংস: ৪
যশস্বী জয়সওয়াল - রান: ২৯৮, গড়: ৪২.৫৭, ম্যাচ: ৭, ইনিংস: ৭
রবিচন্দ্রন অশ্বিন - রান: ১৯২, গড়: ৩৮.৪০, ম্যাচ: ৫, ইনিংস: ৫
ঋষভ পন্ত - রান: ১৫৭, গড়: ৩১.৪০, ম্যাচ: ৫, ইনিংস:৫
রোহিত শর্মা - রান: ১৫৬, গড়: ৩১.২০, ম্যাচ: ৫, ইনিংস: ৫
সরফরাজ খান - রান: ৬২, গড়: ৩১.০০, ম্যাচ: ২, ইনিংস: ২
ধ্রুব জুরেল - রান: ৫৭, গড়: ২৮.৫০, ম্যাচ: ২, ইনিংস: ২
নীতীশ কুমার রেড্ডি - রান: ৮৩, গড়: ২৭.৬৬, ম্যাচ: ৩, ইনিংস: ৩
শ্রেয়াস আইয়ার - রান: ২৭, গড়: ২৭.০০, ম্যাচ: ১, ইনিংস: ১
অক্ষর প্যাটেল - রান: ২৭, গড়: ২৭.০০, ম্যাচ: ১, ইনিংস: ১
রজত পতিদার - রান: ৩৭, গড়: ১৮.৫০, ম্যাচ: ২ ইনিংস: ২
শুভমান গিল - রান: ৮৫, গড়: ১৭.০০, ম্যাচ: ৫, ইনিংস: ৫
কেএল রাহুল - রান: ৮৩, গড়: ১৬.৬০, ম্যাচ: ৫, ইনিংস: ৫
জসপ্রিত বুমরাহ - রান: ৬০, গড়: ১০.০০, ম্যাচ: ৭, ইনিংস:৭
বিরাট কোহলি - রান: ৩৫, গড়: ৭.০০, ম্যাচ: ৫, ইনিংস: ৫


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)