EXPLAINED | Virat Kohli And Rohit Sharama: রোহিতকে ছেঁটে বিরাটকেই দেওয়া হচ্ছে নেতৃত্ব! চলে এল টিম ইন্ডিয়ার আমূল বদলের নীলনকশা

Virat Kohli Is Again Going To Be Team India Captain And Rohit Sharama Loosing Spot: হারানো গদি ফিরে পাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মাকে আর রেয়াত করছে না ভারত!  

Jan 02, 2025, 16:02 PM IST
1/6

রোহিত শর্মার কাটাছেঁড়া

Rohit Sharama Under Scanner

ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও এবং অস্ট্রেলিয়ার কাছে আপাতত সিরিজে ১-২ পিছিয়ে পড়া, এর সঙ্গেই জুড়েছে রানের চরম খরা! ২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছে ৬.২! এই দুই ইস্য়ু মিলিয়ে রোহিত একেবারে কোনঠাসা। কয়েক মাস আগে দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক এখন স্ক্যানারের তলায়। চলছে অবিরত কাঁটাছেড়া। এই পরিস্থিতিতেই তৈরি হয়ে গেল টিম ইন্ডিয়ার আমূল বদলের নীলনকশা! আর সেখানে লাল বলের ক্রিকেটে আর জায়গা হবে না রোহিতের!টেস্ট অধিনায়ক হিসাবে বিরাট কোহলির প্রত্যাবর্তন নিশ্চিত বলেই রিপোর্ট একাধিক মিডিয়ার।

2/6

সিডনি টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা!

Rohit Sharama Is Doubtful For Sydney Test

মেলবোর্ন টেস্টে হারতেই ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। অলৌকিক কিছু না ঘটলে লর্ডসে খেলা হবে না রোহিত শর্মাদের। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। আগামিকাল অর্থাত্‍ ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। তার আগে অশান্তির দাবানলে জ্বলছে সাজঘর, মনে করা হচ্ছে ভারতীয় সংসারে এখন বিরাট ফাটল ধরেছে! এমনকী রোহিতকে ছাড়াই গৌতম গম্ভীরের টিম খেলতে পারে সিডনি টেস্ট। রোহিতের জায়গা নিতে চলেছেন শুভমন গিল।  

3/6

রোহিতের অনিশ্চয়তার প্রসঙ্গে গৌতম গম্ভীর

Gautam Gambhir On Rohit Sharma

রোহিত শর্মার বদলে খেলার আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন গম্ভীর। তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল যে, কেন রোহিত এলেন না? যদিও ব্রিসবেন টেস্টের আগেও রোহিতের জায়গায় শুভমন গিল এসেছিলেন। রোহিতের অনুপস্থিতির প্রসঙ্গে গম্ভীর বলেন, 'দলের প্রধান কোচ এখানে রয়েছেন। আমার মনে হয় সেটাই যথেষ্ট হওয়া উচিত। রোহিতের সঙ্গে সবকিছু ঠিক আছে এবং আমি মনে করি না অধিনায়কের আসা কোনও ঐতিহ্যের বিষয়।' গম্ভীরকে যখন রোহিতের সিডনি টেস্টে খেলা নিয়ে প্রশ্ন করা হয়, তখন গম্ভীর বলেন, 'আমরা উইকেট দেখেই আগামিকালের প্রথম একাদশ চূড়ান্ত করব।' গম্ভীরের এই কথাই রোহিতের অনিশ্চয়তাকেই নিশ্চিত করে দিল!  

4/6

কোহলি ফিরছেন টেস্ট অধিনায়ক হিসাবে

Virat Kohli's Potential Return As Test captain

সংখ্য়াতত্বের নিরিখে ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের নাম বিরাট কোহলি।  তাঁর নেতৃত্বে ভারত ৬৮ টেস্টে খেলে ৪০টি জিতেছে, ১৭টি তে হার ও ১১টি-তে ড্র। কোহলির জয়ের শতাংশ ছিল ৫৮.৮২! যা তাঁকে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বানিয়েছে। ধারে কাছে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বা এমএস ধোনিও নেই! বিরাট দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং স্টিভ ওয়ার সঙ্গেই চতুর্থ-সফল টেস্ট অধিনায়ক হিসেবে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব ছেড়েছিলেন। এশিয়ান অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি টেস্ট জিতেছেন বিরাট। ২০১৮-১৯ মরসুমে কোহলির নেতৃত্বেই ভারত প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বধ করেছিল।  

5/6

টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মা

Rohit Sharma As Test captain

২৪টি টেস্টে ভারতকে এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন রোহিত। ভারত ১২টি টেস্ট জিতেছে, ৯টি হেরেছে এবং ৩টি ড্র করেছে। তার জয়ের হার ৫০ শতাংশ। ১০ বা তার বেশি টেস্টের বিচারে ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনি দ্বিতীয় সেরা। রোহিতের টেস্ট অধিনায়কত্বের উজ্জ্বলতম দিক হিসেবে থাকবে গতবছেরর প্রথম দিকে হোম সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানো। এই জয় ভারতের মাটিতে তার নেতৃত্বকে শক্তিশালী করেছিল। অ্যাওয়ে টেস্টে রোহিতের রেকর্ড একদমই উল্লেখযোগ্য নয়। ৮ ম্যাচের মধ্যে, ভারত মাত্র ২টি টেস্ট জিতেছে, ২টি ড্র করেছে এবং ৪টিতে হেরেছে। যা ঘরের বাইরে রীতিমতো চ্য়ালেঞ্জিং

6/6

রোহিত শর্মার ভবিষ্য়ত্‍

Rohit Sharma Future

রোহিত শর্মার আগামী কী হতে চলেছে! চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাইকেল শেষ হচ্ছে সিডনিতে। পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত ঢুকবে জুন মাসে। তার আগে ভারতীয় দল যে আমূল বদলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। রোহিত শুধু নেতৃত্বই খোয়াবেন না, তিনি আর টেস্টেই কখনও খেলেবেন না। এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে এখন!