নিজস্ব প্রতিনিধি : বিশ্বের সেরা একশোজন ধনী ক্রীড়াব্যক্তিত্বের তালিকায় ঢুকে পড়লেন বিরাট কোহলি। প্রতিবারের মতো এবারও 'ফোর্বস' বিশ্বের সেরা একশোজন ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করল। কোহলি সেই তালিকার ৮৩ নম্বরে রয়েছেন। ভারতীয়দের মধ্যে একমাত্র বিরাট কোহলি সেই তালিকায় জায়গা পেয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এশিয়া কাপে 'ম্যাচের সেরা' মিতালিদের আর্থিক পুরস্কারের অঙ্ক শুনলে আঁতকে উঠবেন


ফোর্বস-এর ওয়েবসাইট জানিয়েছে, এই মুহূর্তে বিরাট কোহলির বার্ষিক আয় ২৪ মিলিয়ন মার্কিন ডলার। এবারের তালিকায় প্রথম একশোজনের মধ্যে কোনও মহিলা ক্রীড়াবিদ নেই। গতবার ফোর্বস-এর একশোজনের তালিকায় মহিলা ক্রীড়াবিদ হিসাবে ছিলেন একমাত্র টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এগারোটি ভিন্ন খেলার জগত থেকে তারকাদের বেছে নিয়ে এই সেরা একশোর তালিকা তৈরি করে জনপ্রিয় ম্যাগাজিন। এবার আরও একটি চমকপ্রদ ব্যাপার রয়েছে এই তালিকায়। সেরা একশোজন ধনী ক্রীড়াবিদের তালিকার ৪০ জনই এনবিএ খেলোয়াড়। গতবার যে সংখ্যাটা ছিল ৩২। 


আরও পড়ুন- জাতীয় সঙ্গীত বিতর্কে মুখ খুললেন তামিম ইকবাল


ফোর্বস-এর এই তালিকার এক নম্বরে রয়েছেন বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদার। তাঁর বার্ষিক আয় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার।