জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো : পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পাঁচ উইকেট হারের পরেই সাংবাদিক সম্মেলনে চলে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বোঝাই যাচ্ছিল এ বার মাঠের বাইরেও খবর তৈরি হবে। আর ঠিক তাই হল। তাঁর খারাপ সময় প্রশ্ন উঠতেই টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক মহা-বিস্ফোরণ ঘটালেন। একাধিক সতীর্থ ও প্রাক্তনদের দিকে আঙুল তুলে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) কুর্নিশ জানালেন বিরাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাট বলেন, 'আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, এক জন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিলেন শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক যদি জেনুইন হয়, একজনের প্রতি যদি সম্মান থাকে, তাহলে সেটা বোঝা যায়। না এমএস ধোনির থেকে আমার কিছু চাই। না এমএস আমার কাছ থেকে কোনও সাহায্য চেয়েছে। আমরা দুজন কেউ কাউকে নিয়ে নিরাপত্তার অভাবে ভুগি না। সেইজন্য আমাদের সম্পর্কটা রয়ে গিয়েছে।' 


সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কয়েক মাস আগে বলেছিলেন, বিরাট তাঁকে ১০ মিনিট দিলে তিনি বিরাটের খারাপ সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কপিল দেব (Kapil Dev) আরও একধাপ এগিয়ে বলেছিলেন, বিশ্বের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে যদি বাদ দেওয়া হয়, তাহলে বিরাটকেও দলের বাইরে রাখা উচিত। এছাড়া বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) থেকে শুরু করে বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) সবাই বিরাটের খারাপ সময় তাঁর ব্যাটিং নিয়ে সমালোচনা করেছিলেন। 



রাতের দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিরাট যেন এক এক করে প্রাক্তনদের বুঝে নিলেন। তিনি ফের বলেন, 'সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত। আমি যদি কাউকে সাহায্য করতে চাই, তাহলে সেই লোকটার কাছে গিয়ে কথা বলব। পুরো দুনিয়াকে ঢাকঢোল পিটিয়ে জানাতে যাব না। যদি আপনি পুরো দুনিয়ার সামনে কাউকে সাহায্য করেন, তাহলে এর কোনও মূল্য নেই। আমার ব্যাটিংয়ের উন্নতির জন্য ওয়ান টু ওয়ান কথা বলা যেতেই পারে। আসলে আমি খুব সৎভাবে জীবনযাপন করি। তাই বাইরের ঘটনা আমাকে মাঝেমধ্যে প্রভাবিত করে।' 



অনেকের দাবি ছিল ছন্দ হারানো বিরাটকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত নয়। তবে এ বারও নিন্দুকদের গ্যালারিতে ফেললেন 'কিং কোহলি'। সেটা তাঁর চলতি এশিয়া কাপের পারফরম্যান্স দেখলেই স্পষ্ট হয়ে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে ৩৫ করার পর, হংকং-এর বিরুদ্ধে করেছিলেন ৪৪ বলে ৫৯ রান। আর এ বার দল হারলেও তাঁর ব্যাট থেকে এল ৪৪ বলে ৬০ রান। 


আরও পড়ুন: Arshdeep Singh, IND vs PAK : অর্শদীপ খালিস্তানি! ক্যাচ ফস্কে সোশ্যাল মিডিয়ায় বেনজির আক্রমণের মুখে তরুণ পেসার


আরও পড়ুন: Arshdeep Singh, IND vs PAK : অর্শদীপ 'সোনা', তরুণ পেসারের পাশে টারবুনেটর


সাংবাদিক সম্মেলনে উঠে এসেছিল দীর্ঘ একমাস ব্যাট না ধরার প্রসঙ্গও। বিরাটের প্রতিক্রিয়া ছিল, 'সবার একটা লক্ষ্য থাকা উচিত। রান না করতে পারলে সেটা দল আমার, দুই পক্ষের জন্যই খারাপ। তাই একটা বিরতি নিয়েছিলাম। সেই বিরতি কাজে দিয়েছে।' 


গত ১৬ জুলাই একটি টুইট করেছিলেন। নিজের একটি ছবিতে লিখেছিলেন ‘দৃষ্টিভঙ্গি’। বিরাট নিজে একটি মাত্র শব্দ লিখলেও, একটি ছবির সামনে হাঁটু মুড়ে বসা অবস্থায় নিজের ছবিও দিয়েছেন সঙ্গে। দু’টি সাদা ডানার সঙ্গে লেখা রয়েছে লেখা দু’টি লাইন, ‘হোয়াট ইফ আই ফল? ওহ, বাট ডার্লিং, হোয়াট ইফ ইউ ফ্লাই?’’ যার সারমর্ম, স্বপ্ন ছুঁতে পারব না ভেবে আমরা অনেক সময় নেতিবাচক ভাবি। সেগুলো আমাদের ক্ষতি করে দেয়। অথচ সকলের মধ্যেই এমন কিছু বিষয় আছে, যেগুলো আমাদের সাহায্যই করে। এত দিন পর মুখ খুললেন বিরাট। লেখা ভাল ফের বোমা ফাটালেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)