জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি, রোহিত শর্মা (Virat Kohli, Rohit Sharma), ভারতীয় ক্রিকেটের সর্বকালের দুই সেরা সেবক। যাঁদের ভারতীয় ক্রিকেটে অবদান থেকে দায়বদ্ধতা প্রশ্নাতীত। এই প্রজন্মের অন্য়তম দুই সেরা ব্য়াটার। যাঁদের প্রতিটি রান ভারতীয় ক্রিকেট ফ্য়ানদের মুখে এনে দেয় এক চিলতে হাসি। বিরাট কিছুদিন আগেও ছিলেন দেশের সব ফরম্য়াটের অধিনায়ক। তাঁর নেতৃত্বে বহু বছর খেলেছেন রোহিত। আর আজ অন্য় ছবি রোহিত ক্য়াপ্টেন। তাঁর ক্য়াপ্টেনসিতে খেলছেন বিরাট। একের অপরের প্রতি অসীম শ্রদ্ধা। দু'জনেই গুণমুগ্ধ দু'জনের। ২০১৯ বিশ্বকাপ চলাকালীন একাধিক মিডিয়ায় লেখা হত যে, বিরাট-রোহিতের সম্পর্কে ফাটল ধরেছে। তাঁরা একে অপরের সঙ্গে দূরত্ব রেখেই চলেন। কিন্তু এসব আজ অতীত। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: PIC: রোহিত-বেকসের জার্সিবদল, চমকে দেওয়া 'এপিক ক্রসওভার'! অবাক নেটপাড়া


মাঠে বিরাট-রোহিতের মুহূর্ত যাপন, আবেগি উদযাপন। বুঝিয়ে দেয় যে, তাঁরা শুধু ভারতীয় দলের দুই স্তম্ভ নন, একে-অপরের কত'টা কাছের। রোহিত কখনও বিরাটকে কোলে তুলে নেন, তো কখনও বিরাটকে জড়িয়ে ধরেন। সাজঘরে ঢোকার সিঁড়িতে বসে দেন আড্ডা। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে। নিউ জিল্য়ান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর, ওয়াংখেড়ের ড্রেসিংরুমের ছবিটা ফুটে উঠেছে সেখানে। পুরো ভিডিয়ো থেকেই চোখ সরানো যাবে না। তবে একটি বিশেষ জায়গায় আপনার চোখ আটকেই যাবে। তা বিরাট-রোহিতের উষ্ণতা। এই দুই ক্রিকেটারকে ভালোবাসলে, আপনার চোখ ভিজে যাবে। প্রতিবেদনের সঙ্গেই সেই ভিডিয়ো জুড়ে দেওয়া হল। 


২০১৯ বিশ্বকাপ, শেষ চারে  মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জিল্য়ান্ড। বৃষ্টির জন্য় খেলা রিজার্ভ ডে-তে গড়িয়ে ছিল। ট্রেন্টব্রিজে বিরাট কোহলির টিম ইন্ডিয়া ১৮ রানে হেরেছিল। শেষ হয়ে গিয়েছিল ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। কাট টু ২০২৩। সেই দুই দলই ফের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের সেমি ফাইনালে। না এবার, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল না। কিউয়িদের হারতে হল ৭০ রানে। ভারত বুক চিতিয়ে খেলল। মহম্মদ শামি সাত উইকেট তুলে একাই বুঝে নিলেন প্রতিপক্ষকে। নীল জার্সিধারীরা কলার তুলেই ১২ বছর পর চলে গেল বিশ্বকাপের (৫০ ওভারের) ফাইনালে। কাপ আর ভারতের মাঝে দূরত্ব আর এক ম্য়াচের। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। ভারতের মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 


ভারত-নিউ জিল্য়ান্ড সেমি ফাইনালে ইতিহাস লিখেছেন বিরাটও। কোহলি করেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ তম সেঞ্চুরি। সচিনকে ছাপিয়ে বিশ্বরেকর্ড করলেন তাঁর সামনেই। কোহলিই এখন ওডিআই-তে সর্বাধিক সেঞ্চুরিকারী ব্য়াটার। সচিনকে (৪৯) পিছনে ফেলে কোহলি লিখেছেন বিরাট ইতিহাস। এখানেই শেষ নয়, বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের নজির ছিল সচিনেরই। ২০০৩ বিশ্বকাপে তিনি করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর সচিনের রেকর্ড ভাঙল কোহলির ব্য়াটে। কিংয়ের ঝুলিতে এখনই ৭১১ রান। ম্যাচের ইনিংস ব্রেকে সচিনের আলিঙ্গন করেছিলেন কোহলিকে।


আরও পড়ুন: WATCH: 'আমি তো শুধু দাঁড়িয়েই থাকি, রোহিত ভাই...'! সাংবাদিকদের সামনে অকপট শুভমন



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)