চাহালের নজির গড়া পারফরম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক
বেঙ্গালুরুতে যজুবেন্দ্র চাহালের নজির গড়া পারফরম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারত অধিনায়ক সবথেকে খুশি হয়েছেন সবরকম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও চাহালের সফল হওয়া দেখে । ভবিষ্যতে ভারতের এই লেগ স্পিনারের উপর আরও আস্থা রাখা উচিত বলেই মনে করেন কোহলি।
ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতে যজুবেন্দ্র চাহালের নজির গড়া পারফরম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারত অধিনায়ক সবথেকে খুশি হয়েছেন সবরকম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও চাহালের সফল হওয়া দেখে । ভবিষ্যতে ভারতের এই লেগ স্পিনারের উপর আরও আস্থা রাখা উচিত বলেই মনে করেন কোহলি।
আরও পড়ুন আইসিসির টি-টোয়েন্টি সেরা তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট
বেঙ্গালুরুতে শুধু ভারতীয় বোলার হিসেবে টি-টোসেন্টি ক্রিকেটে সেরা পারফরম্যান্স করেননি চাহাল , স্পর্শ করেছেন এই ফরম্যাটের বিশ্বরেকর্ডকেও। শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসের ছয় উইকেট নেওয়ার নজিরও ছুঁয়ে ফেলেছেন ভারতের এই বোলার। তবে মেন্ডিসের দখলে একবার নয়, রয়েছে দুবার ছয় উইকেট নেওয়ার নজির।
আরও পড়ুন আইপিএলে ক্রিকেটারদের নিলাম পিছিয়ে গেল বিসিসিআই-এর ডামাডোলে