জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) একাই বুঝে নিয়ে আসমুদ্র হিমাচলের মুখে হাসি ফুটিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই ম্যাচ জেতানো পারফরম্যান্সের দু'দিন পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের (ICC T20 Ranking) প্রথম দশে উঠে এলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। আইসিসির (ICC) প্রকাশিত র‍্যাঙ্কিং তালিকায় দেখা যাচ্ছে, পাঁচ ধাপ উঠে এসেছেন বিরাট। ব্যাটারদের মধ্যে প্রথম দশে উঠে এসেছে তাঁর নাম। আপাতত নয় নম্বরে রয়েছেন তিনি। অন্যদিকে, এক ধাপ নেমে গিয়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান(Mohammad Rizwan)। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


গত তিন বছরেরও বেশি সময় ধরে রান ছিল না বিরাটের ব্যাটে। চলতি বছরেই আগস্ট মাসে ৩৫ নম্বরে নেমে গিয়েছিল তাঁর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং। এই ছবিটা বদলাতে শুরু করে এশিয়া কাপের পর থেকে। ক্রিকেট থেকে একমাসের বিরতি নিয়ে এশিয়া কাপে কামব্যাক করেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে জীবনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও শতরানও করেছিলেন। ধীরে ধীরে র‍্যাঙ্কিং তালিকায় উপরের দিকে উঠে আসেন বিরাট।



আরও পড়ুন: Team India, BCCI: রোহিতদের নিম্নমানের খাবার নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই, কী প্রতিক্রিয়া দিল আইসিসি?


আরও পড়ুন: Hardik Pandya, ICC T20 World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন হার্দিক? বড় আপডেট দিলেন বোলিং কোচ


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫৩ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন বিরাট। প্রবল চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতানোর পরে বিরাট বলেছিলেন, এই ইনিংসটাই তাঁর জীবনের সেরা টি-টোয়েন্টি ইনিংস। মারাকাটারি ব্যাটিংয়ের পুরস্কার হিসাবে বিশ্বর‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে এসেছেন 'কিং কোহলি'। তবে প্রথম দশে বিরাট ছাড়াও রয়েছেন সূর্য। তবে বিশ্বর‍্যাঙ্কিংয়ে তাঁর অবনতি ঘটেছে। এক ধাপ নেমে তিন নম্বরে রয়েছেন তিনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)