নিজস্ব প্রতিবেদন:  সময়টা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়া-র (Team India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের  (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে লজ্জাজনক হার। এমনকী এক ইনিংসে সর্বনিম্ন স্কোরের লজ্জার ইতিহাস লিখেছে বিরাট কোহলির টিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাডিলেডে (Adelaide) পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে দুপুর রোদে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে বালির ঘরের মতো। ৩৬/৯ শেষ ভারতের (Team India) দ্বিতীয় ইনিংস। ১৯৭৪ সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে সব থেকে কম রান করেছিল। সেই রান ছিল ৪২। এতদিন পর্যন্ত সেই লজ্জার অধ্যায় ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রায় কবর হয়ে গিয়েছিল। পুরনো লজ্জার ইতিহাস আবার কবর খুঁড়ে উঠে এসেছে ডিসেম্বরের সকালে। সে অধ্যায় মুছে লেখা হয়ে গেল নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত অ্যাডিলেডে (Adelaide) প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬/৯।  



এদিকে অ্যাডিলেডে (Adelaide) পিঙ্ক টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি (Virat Kohli)। সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) পাশে থাকতে চান ভারত অধিনায়ক। নতুন বছরের শুরুতেই (Virat Kohli) বিরাট-অনুষ্কার (Anushka Sharma) জীবনে আসবে নতুন অতিথি।


ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ৩৬ রানে অলআউট হওয়ার চরম লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে তাঁকে। টিম ইন্ডিয়া সূত্রে খবর, রাহানে-পূজারাদের চাঙ্গা করতে কিং কোহলি (Virat Kohli) সকলকে মোটিভেট করবেন বিশেষ বৈঠকে।


আরও পড়ুন-Syed Mushtaq Ali T20 Trophy: ইডেন গার্ডেন্সের বায়ো বাবল ব্যবস্থা দেখে গেলেন Azharuddin


চার ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। প্রথম টেস্টের আগে রাহানের (Ajinkya Rahane) প্রশংসা শোনা গিয়েছিল কোহলির  (Virat Kohli)গলায়। কিন্তু প্রথম টেস্টের পর পট পরিবর্তন। দেশে ফেরার আগে দলের সকলের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন বিরাট কোহলি (Virat Kohli)। মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটারদের চাঙ্গা করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এমনিতেই দলের মনোবল অ্যাডিলেডে (Adelaide) দ্বিতীয় ইনিংসের স্কোরের মত তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজে ফিরে আসতে তরুণদের মনে সাহস যোগাতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন কোহলি (Virat Kohli) নিজেই। জানা গিয়েছে, দেশে ফিরলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) ক্রিকেটারদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলবেন বিরাট কোহলি Virat Kohli)।


আরও পড়ুন- Boxing Day Test: দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন Wriddhiman ও Prithvi, খেলতে পারেন Pant, Gill