Virat Kohli`s 100th Test: Allu Arjun-এর ‘পুষ্পারাজ ঝুকেগা নেহি’ থেকে `শ্রীভল্লি` সেলিব্রেশনে মজে Virat Kohli
অন্য মেজাজে বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্র জাদেজার পর এ বার আল্লু অর্জুনের স্টাইলে মজলেন বিরাট কোহলি। শততম টেস্ট খেলতে নেমে শ্রীভল্লির স্টাইলে বুঝিয়ে দিলেন ‘পুষ্পারাজ ঝুকেগা নেহি’। অর্থাৎ কোহলিকে দমানো সহজ নয়।
এখন ভারতীয় ক্রিকেট যেন পুষ্পা জ্বরে আক্রান্ত। এর আগে হার্দিক পান্ডিয়া, জাদেজার মতো তারকাদেরও পুষ্পার স্টাইলে মজে থাকতে দেখা গিয়েছে। জাদেজা তো উইকেট নিয়ে বা ম্যাচ শেষে শ্রীভল্লির স্টাইলে সেলিব্রেশন করেছেন। তবে মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় অর্থাৎ শেষ দিনে ‘পুষ্পারাজ’ স্টাইলে কোহলি বুঝিয়ে দিলেন, তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোড়ন পড়ে গিয়েছে।
মোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট এবং লাল বলের পূর্ণ অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অভিষেক টেস্টকে আরও স্পেশ্যাল করে দিয়েছেন জাদেজা সহ ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা। এক ইনিংস এবং ২২২ রানে বড় জয় পেয়েছে ভারত। তবে এই টেস্টে কোহলির শতরান না দেখতে পাওয়ার আফসোস থাকবে ভক্তদের।
১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হবে গোলাপী বলের টেস্ট। সেই দিন-রাতের টেস্টে কোহলি শতরান হাঁকাতে পারেন কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: Virat Kohli's 100th Test: বিশেষভাবে সক্ষম সমর্থককে টি-শার্ট দিয়ে মন জিতলেন 'কিং কোহলি'
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022, INDWvsPAKW : বাইশ গজের বাইরে একরত্তিকে নিয়ে মা-মাসিদের খুনসুটি