IPL 2021, RCB vs KKR: Maxwell করলেন ফিফটি, তালি বাজিয়েই গেলেন Kohli!
গত মরসুমের ম্যাক্সওয়েলের সঙ্গে এই মরসুমের ম্য়াক্সওয়েলের কোনও মিল নেই। ফের চেনা ছন্দে অজি মারকুটে ক্রিকেটার।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2021) প্রথম ডাবল হেডার! রবিবাসরীয় জোড়া ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR)। রবিবাসরীয় চিপকে টস জিতে প্রথমে ব্য়াট করে বিরাট কোহলি (Virat Kohli) অ্য়ান্ড কোং তুলল ২০৪ রান। সৌজন্যে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) ভয়ঙ্কর ব্যাটিং
এদিন আরসিবি-র টপ অর্ডার মুখ থুবড়ে পড়েছিল। ১২ ওভারের মধ্যে ১০০ রান তুলতে গিয়েই চলে আরসিবি হারিয়ে ফেলে তিন উইকেট। চারে ব্যাট করতে এসে খেলার মোড়ই ঘুরিয়ে দেন ম্যাক্সওয়েল। অজি মারকুটের ধারাবাহিক ফর্ম এদিনও থাকে অব্যাহত। ২৮ বলে ৫০ রান করে ফেলেন ম্যাক্সি। প্যাট কামিন্সের ফুল লেন্থ ডেলিভারিতে সিঙ্গল নিয়ে অর্ধ-শতরান করেন ম্যাক্সওয়েল। তাঁর ব্যাটিংয়ে মোহিত কোহলি। ডাগআউটে বসে ম্যাক্সওয়েলের জন্য় হাততালি দিয়েই গেলেন তিনি। এদিন কোহলি মাত্র ৫ রান করেই আউট হয়ে যান। ৪৯ বলে ৭৮ করে ফিরলেন ম্যাক্সওয়েল। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন ৩৭ বলে ৫৩। ম্যাক্সওয়েল ঝোড়ো ব্যাটিংয়ে ৯টি চার ও ৩টি ছয় মারলেন।
আরও পড়ুন: IPL 2021, RCB vs KKR: Maxwell-ABD ঝড়! কলকাতার টার্গেট ২০৫
গত মরসুমের ম্যাক্সওয়েলের সঙ্গে এই মরসুমের ম্য়াক্সওয়েলের কোনও মিল নেই। ফের চেনা ছন্দে অজি মারকুটে ক্রিকেটার। আরসিবি-র হয়ে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ৩৯ করে দলের জয় অবদান রেখেছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধেও জ্বলে উঠলেন তিনি। ৪১ বলে ঝকঝকে ৫৯ রানের ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। এদিনও ঝলসালেন তিনি।