ওয়েব ডেস্ক: নবম আইপিএলটা যতটা ভালো গিয়েছিল বিরাট কোহলির, দশম আইপিএলটা তেমনই খারাপ গেল বিরাট কোহলির কাছে। গত আইপিএলে ছিলেন অরেঞ্জ ক্যাপের মালিক। এবারের আইপিএলে গোটা ২৭ গড় নিয়ে আড়াইশো মতো রান করেছেন। যা একেবারেই বিরাট কোহলির নামের সঙ্গে মানানসই নয়। তাঁর একার পারফরম্যান্সের মতোই খারাপ তাঁর দলের পারফরম্যান্সও। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ক'দিন আগে বলেছিলেন, অন্যদের দোষ না দিয়ে, বিরাটের আয়নায় নিজেকে দেখা উচিত। অর্থাত্‍, বিরাটের পারফরম্যান্সের জন্য ইতিউতি ফিসফিস শুরু হয়েছে। তবে, এবার বিরাটের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় দলের ওপেনার বীরেন্দ্র সেহবাগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মেসি এসেছেন, এবার আগামী জুলাইতে ভারতে আসতে পারেন রোনাল্ডো


বীরু মনে করেন, বিরাট খুব শীঘ্রই নিজের ফর্ম ফিরে পাবেন। একটি এফএম চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে বীরেন্দ্র সেহেবাগ বলেছেন, 'ব্যাড প্যাচ প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই আসে। এমনকি সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটারকেও, এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। সাংবাদিকদেরও প্রশ্ন বদলে যায় পরিস্থিতির উপর।সময়ের উপর। তাই ব্যাড প্যাচটা একটা স্বাভাবিক ঘটনা। বিরাট কোহলির মতো ক্রিকেটার আরও ভালো জানে যে, এরকম পরিস্থিত থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়।'


আরও পড়ুন  বেটিংয়ের অভিযোগে ধৃত তিনজন নাম বলল, গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারের