মেসি এসেছেন, এবার আগামী জুলাইতে ভারতে আসতে পারেন রোনাল্ডো

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্পেনের প্রাক্তন অধিনায়ক কার্লোস পুওল ভারতে আসবেন, এই কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। এবার ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় চমক। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষ্যে এ দেশে আসতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! হ্যাঁ, এআইএফএফ কর্তারা খুব করে চেষ্টা করছেন যাতে রোনাল্ডোকেও একবার এ দেশে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়বে।

Updated By: May 12, 2017, 03:05 PM IST
মেসি এসেছেন, এবার আগামী জুলাইতে ভারতে আসতে পারেন রোনাল্ডো

ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্পেনের প্রাক্তন অধিনায়ক কার্লোস পুওল ভারতে আসবেন, এই কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। এবার ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় চমক। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষ্যে এ দেশে আসতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! হ্যাঁ, এআইএফএফ কর্তারা খুব করে চেষ্টা করছেন যাতে রোনাল্ডোকেও একবার এ দেশে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়বে।

আরও পড়ুন বেটিংয়ের অভিযোগে ধৃত তিনজন নাম বলল, গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারের

এআইএফএফের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেছেন, 'আমরা ইতিমধ্যে পর্তুগালের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। আমরা রোনাল্ডোর এজেন্টের সঙ্গেও যোগাযোগ করছি। আগামী ৭ জুলাই মুম্বইতে হবে বিশ্বকাপের ড্র। সেই উপলক্ষ্যে যাতে রোনাল্ডোকে এ দেশে আনা যায়। সেদিন যদি রোনাল্ডো ফ্রি থাকে, তাহলে যাতে অবশ্যই তাঁকে ভারতে আনা যায়, সেই চেষ্টা করছি।'ভারতে রিয়েল মাদ্রিদের তারকার ভক্তের সংখ্যা প্রচুর। তাই রোনাল্ডো সত্যিই আসলে খুব খুশি হবেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন  স্মিথ, ওয়ার্নার, কামিন্সদের আর দেখা যাবে না আইপিএলে?

.