নিজস্ব প্রতিবেদন : গ্রেগ চ্যাপেল-সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্কে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সৌরভের শহরে এসে সেই ই-মেল তথ্য ফাঁস করলেন 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সেওয়াগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৩ বছর পর সেই অজানা কথা এবার সকলকে জানালেন বীরু। তিনি বলেন, "পেটের ব্যাথা বলে ফিল্ডিং থেকে আমি উঠে আসি। মাঠ থেকে বেরিয়ে ভিতরে গিয়ে দেখেছিলাম গ্রেগ চ্যাপেল ই-মেল করছেন বিসিসিআইকে। সেই কথা আমি দাদাকে (সৌরভ)বলি।"


আরও পড়ুন- ডাকটিকিটে ঝুলন, মুখ খুললেন বিয়ে নিয়েও


কিন্তু কী ছিল চ্যাপেলের সেই মেলে? সেওয়াগের উত্তর, "আপনারাই আন্দাজ করে নিন কী লেখা ছিল ওই মেলে।" আসলে সেওয়াগ দেখেছিলেন কী লেখা ছিল সেই মেলে। যা তিনি পরে অধিনায়ক সৌরভকে বলেছিলেন। সেওয়াগের কথা থেকে এটা খুব সহজেই বোঝা যায় যে, সৌরভের নেতৃত্ব চলে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল বোর্ডকে করা চ্যাপেলের সেই মেল। মেল তথ্য ফাঁস হলেও মেলের বয়ান কিন্তু রহস্যেই থেকে গেল। 


আরও পড়ুন- নির্বাসিত ওয়ার্নার এখন শ্রমিক!