``একটা কিশোর কুমারের গান করো প্লিজ``, মাঠেই বীরুকে প্রস্তাব পাক ক্রিকেটারের
বীরু ব্যাটিং করার সময় গান গাইতেন। এটা অনেকেই জানেন না।
নিজস্ব প্রতিবেদন- বীরেন্দ্র শেহবাগের মতো খোশমেজাজের ওপেনার ভারতীয় ক্রিকেট দলে আর কেউ আসেননি। এমন দাবি অনেকেই করেন। সত্যিই তাই। তিনি একেবারে খোলা মনে, বিন্দাস ব্যাটিং করতেন। রান না পেলে সমালোচনা অবশ্যই তাঁকে বিদ্ধ করত। তবে তিনি সেসব গায়ে মাখতেন না কখনও। ব্যাটিংয়ের সময় তিনি যেমন দর্শকদের মনোরঞ্জন করতেন, তেমনই বিনোদন হত বিপক্ষ দলের ক্রিকেটারদেরও। সম্প্রতি মাঠের একটি ঘটনার কথা জানিয়েছেন বীরু। তিনি জানিয়েছেন, ব্যাটিং সময় মাঠের মধ্যেই তাঁর কাছে কিশোর কুমারের গান গাওয়ার প্রস্তাব এসেছিল। আর তিনি সেই অনুরোধ রেখেছিলেন।
বীরু ব্যাটিং করার সময় গান গাইতেন। এটা অনেকেই জানেন না। তবে বীরু নিজেই জানিয়েছেন সে কথা। তিনি ব্যাটিং করার সময় চলা জায়া হু, কিসি কি ধুন মে... গানটা গাইতেন বেশিরভাগ সময়। বীরু বলছেন, ''ওটাই আমার প্রিয় গান। এছাড়া রান পেলে চিটিয়া কলাইয়া... গানটাও গাইতাম। আবার রান না পেলে ড্রেসিংরুমে বসে ভজন শুনেছি, এমনও হয়েছে। মোদ্দা কথা হল গান ছাড়া থাকিনি। মনটাকে শান্ত রাখতে গানের থেকে ভাল কিছু নেই। তবে আমি বেশিরভাগ সময়ই কিশোর কুমারের গান গাইতাম। মেজাজ হালকা থাকত তাতে। টেনশন ছাড়া ব্যাটিং করতে পারতাম।''
আরও পড়ুন- যে জিতবে সে-ই ফাইনালে! দিল্লি? নাকি হায়দরাবাদ? ধুন্ধুমার লড়াইয়ে কে এগিয়ে, দেখুন
একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে শেহবাগ বলেছেন, ''বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচে ১৫০ রানের কাছাকাছি ব্যাটিং করছিলাম। মনটা ফুরফুরে ছিল। বড় রান পেয়েছিলাম বলে। তখনই পাকিস্তানের ইয়াসির হানিফ আমাকে একটা কিশোর কুমারের গান গাইতে বলল। আমি তো শুনে অবাক। ও শর্ট লেগে ফিল্ডিং করছিল। আমি ওর অনুরোধ রেখেছিলাম। ব্যাটিংয়ের পাশাপাশি গান গেয়েও আমি পাকিস্তানের ক্রিকেটারদের আনন্দ দিয়েছি। আর কী চাই!''