জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মাদার অফ অল ব্যাটল' দিয়েই এশিয়া কাপের (Asia Cup 2023) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া (Team India)। রবিবার ভারত-পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium)। বৃষ্টিস্নাত ক্যান্ডিতে পিচ বড় ফ্যাক্টর হবে, তা আগেই জানা গিয়েছিল। সম্প্রচারকারী চ্যানেলে পিচ নিয়ে আলোচনা করছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) ও পাক কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। মঞ্জরেকরের পিচ রিপোর্ট শুনে তাঁকে চূড়ান্ত ট্রোল করলেন আক্রম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs Pakistan Asia Cup 2023 Live Blog: দুরন্ত বোলিং পাকিস্তানের, হার্দিক-ঈশানে ভারত তুলল ২৬৬


মঞ্জরেকর পিচ দেখে বলনে, পাল্লেকেলের পিচ 'ইউনিক'। সিম বোলারদের বল হয়তো নড়াচড়া করবে। বলও সম্ভবত নীচু হয়ে আসবে। স্পিনাররা উইকেট পাবে। এর সঙ্গেই মঞ্জরেকর যোগ করেন যে, ভালো ব্যাটাররা সেঞ্চুরি পেতে পারে। ক্যামেরা যখন ম্যাথিউ হেডেন, গৌতম গম্ভীরদের দিকে ঘোরানো হয়, তখন আক্রম মঞ্জরেকরকে চূড়ান্ত ট্রোল করেন। আক্রম বলেন, 'আমি যদি ব্য়াটার হতাম, তাহলে এই পিচ রিপোর্ট শুনে অত্যন্ত ধাঁধায় পড়ে যেতাম। এই পিচে সুইং হবে, স্পিনাররদের বল টার্ন করবে। দু'রকমের পেস থাকবে। ব্য়াটাররা সেঞ্চুরি করবে?' আক্রমের বক্তব্যে ভীষণ ভাবে ব্যঙ্গ ছিল। মঞ্জরেকর পরিস্থিতি সামাল দিতে বলেন, 'দামি টিকিট হয়তো।'


পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমন গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।


ভারতের বিরুদ্ধে পাকিস্তান দল: ফখর জামন, ইমাম-উল-হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আঘা সলমন, শাহদাব খান, মহম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।


আরও পড়ুন: Sunil Chhetri: বাবা হলেন ভারত অধিনায়ক, চলে এল সেই প্রতীক্ষিত সুখবর



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)