বার্মি আর্মির স্লেজিং! `আমার কাছে কিছু নেই`, রসিকতা ওয়ার্নারের
নিজেকে যতটা সম্ভব সংযত রাখার চেষ্টা করেন অজি ওপেনার।
নিজস্ব প্রতিবেদন : বল-বিকৃতি কাণ্ডে জর্জরিত স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটে ফিরেই শতরান করে যাবতীয় বিদ্রুপের জবাব দিয়েছেন এজবাস্টনের বাইশ গজে। একই ঘটনায় নির্বাসিত অজি ওপেনার ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত কামব্যাক করলেও অ্যাশেজের প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ। বিশ্বকাপের সময়ও বিদ্রুপের শিকার হয়েছিলেন স্মিথ-ওয়ার্নার। অ্যাশেজে তা আরও প্রকট হয়ে ফিরে এল। সৌজন্যে বার্মি আর্মি। শনিবার প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়ার্নারকে দেখা গেল পকেট ঝেড়ে হাত দেখিয়ে স্যান্ডপেপার নেই, বলে এজবাস্টনের গ্যালারিকে আশ্বস্ত করতে হল...
সাধারণভাবে স্লিপ কিংবা ক্লোজ ইন ফিল্ডিংয়ে দেখা যায় ডেভিড ওয়ার্নারকে। কিন্তু শনিবার অ্যাসেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে এজবাস্টনে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে গ্যালারি থেকে স্লেজিংয়ের শিকার হলেন ডেভিড ওয়ার্নার। স্লেজিংয়ের কেন্দ্রে অবশ্যই স্যান্ডপেপার। বার্মি আর্মির ক্রমাগত স্লেজিংকে প্রথমে ঠাণ্ডা মাথায় সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। নিজেকে যতটা সম্ভব সংযত রাখার চেষ্টা করেন অজি ওপেনার।
আরও পড়ুন - গেইলকে টপকে 'ছক্কার রাজা' হওয়ার হাতছানি রোহিত শর্মার সামনে
কিন্তু স্লেজিংয়ের মাত্রা ক্রমেই বাড়াতে থাকে বার্মি আর্মি। এমনকী ওয়ার্নারকে স্যান্ডপেপার নিয়ে গ্যালারিতে গানও বাঁধেন তাঁরা। এই অবস্থায় প্রথমে হাতের মুঠো খুলে হাত ঝেড়ে তারপর তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঝেড়ে গ্যালারির দিকে তাকিয়ে রসিকতা করেন ওয়ার্নার। একই সঙ্গে হাসি মুখে আশ্বস্ত করেন যে, "আমার কাছে কিছু (স্যান্ডপেপার) নেই"। ওয়ার্নারের এই রসিকতাকে অবশ্য স্বাগত জানিয়েছে এজবাস্টনের গ্যালারি।