WATCH: Dewald Brevis যেন AB de Villiers! না তাকিয়ে ছক্কা হাঁকিয়ে ভাইরাল Baby AB
ফের শিরোনামে ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ওরফে `বেবি এবি` (Baby AB)।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে পাঁচ উইকেটে হেরেই চলতি আইপিএলে (IPL 2022) হারের হ্যাটট্রিক করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মুম্বই হারলেও নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ওরফে 'বেবি এবি' (Baby AB)।
তিনে ব্যাট করতে নেমে ব্রেভিস ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন। ৩৪ মিনিট ক্রিজে থেকে ২টি চার ও ২টি ছক্কা হাঁকান ব্রেভিস। ১৫২.৬৩-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ব্রেভিস ম্যাচে মুম্বইয়ের ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলেই একটি ৮০ মিটার লম্বা ছক্কা হাঁকান কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) বলে। একপ্রকার না দেখে ছক্কা হাঁকিয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন 'বেবি এবি'! ব্রেভিসের 'নো লুক সিক্স' দেখে ফ্যানদের ফের মনে পড়ে যায় প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) ব্যাটিংয়ের কথা।
চলতি বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ব্রেভিসে মজে ছিল ক্রিকেট বিশ্ব। তাঁর নেপথ্য়ে রয়েছে একাধিক কারণ। অসাধারণ ব্যাটিং প্রতিভার পরিচয় দিয়েছেন বছর আঠারোর ক্রিকেটার। হন টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারি। করেন ৫০৬ রান। জোড়া সেঞ্চুরি ও তিনটি ফিফটি প্লাস ইনিংস খেলেন তিনি। দুই) ব্রেভিসের ব্যাটিং দেখলে মনে হবে ঠিক যেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) ব্যাট শাসন করছেন মাঠে। সেই জন্যই তিনি 'বেবি এবি' নামে পরিচিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সিরিজের সেরা হওয়া ব্রেভিসকে ৩ কোটি টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
আরও পড়ুন: Ravi Shastri: রোহিতদের হারের হ্যাটট্রিক! প্রাক্তন শিষ্যের ক্যাপ্টেনসি নিয়ে প্রশ্ন শাস্ত্রীর!