ওয়েব ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শেষ। এবার ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। সিরিজ খেলতে ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছে কিউইরা। কিন্তু, সিরিজ শুরুর আগে ১৫ অক্টোবর মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অন্য ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের। রীতিমতো ফুটবল খেলবেন তাঁরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে অল হার্ট এফসি ও অল স্টার্স এফসি-র মধ্যে। সেলিব্রিটি ক্লাসিকো নামে ওই ম্যাচে অল হার্ট এফসি-কে নেতৃত্ব দেবেন ২৮ বছর বয়সী বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হোক, আজব দাবি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের


উল্টোদিকে অল স্টার এফসি-র হয়ে মাঠে নামবেন বলিউডের তারকারা। তাঁদের দলকে নেতৃত্ব দেবেন রণবীর কাপুর। সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজের মাঝেই বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলেন যতীন সপ্রু। সেখানে ভারতের ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি ফুটবল নিয়ে অনেক কথা বলেছেন। নিজেকে রোনাল্ডোও বলেছেন তিনি। জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের সেরা ফুটবলার কে? ফুটবল নিয়ে বিরাটের সাক্ষাতকারটা বরং দেখেই নিন ভি়ডিওতে। মজা পাবেন খুব। জানবেন ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুমের মজাদার সব কথা।


 



আরও পড়ুন  হায়দরাবাদে বাঁ হাতে ব্যাট করলেন বিরাট, রোহিত, ধোনিরা