নিজস্ব প্রতিবেদন :  বিলেতে বিশ্বকাপে ঢুকে পড়ল বলিউডি হিটস। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে হিন্দি গানের তালে নাচলেন দুই আফগান ক্রিকেটার রশিদ খান ও মহম্মদ শাহজাদ। সেই মজার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার কার্ডিফে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হারে আফগানিস্তান। তার পরেও খোশ মেজাজে পাওয়া গেল আফগান স্পিনার রশিদ খান এবং উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ শাহজাদকে। সলমন খান অভিনীত 'বজরঙ্গী ভাইজান' ছবির 'আজ কি পার্টির...' মিউজিকের সঙ্গে পা মেলাতে আর কোমর দোলাতে দেখা গেল দুই আফগান ক্রিকেটারকে। আইসিসি আবার সেই ভিডিয়ো পোস্ট করেছে।


আরও পড়ুন - ICC World Cup 2019: বুমরাহর আগুনে বোলিং আর চাহলের ঘূর্ণি! ভারতের সামনে ২২৮রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা


মাঠের বাইরে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে মজার এই ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।